কুলটি বিধানসভার বরাকর বাজারে সমাজসেবী নরেন্দ্র, ওরফে টুনি লোহিয়া 500 জন মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন
কাজল মিত্র,
:- কুলটি বিধান সভার বারাকর এর টিএমসির নেতা তথা সমাজকর্মী মারোয়ারী পঞ্চায়েতী ঠাকুবাড়ীর সাধারণ সম্পাদক নরেন্দ্র, ওরফে টুনি লোহিয়া এলাকার সাধারণ মানুষকে করোনার হাত থেকে রক্ষার জন্য ৫০০ টি মেডিকেল মাস্ক বিতরণ করেন।এদিন লোহিয়া বলেন এখনো বহু মানুষ এখানে- সেখানে ঘুরে বেড়াচ্ছে, যাতে দরিদ্র লোকেরা যারা ভাল মানের মাস্ক পেতে সক্ষম হয় না। এই ধরনের সাধারণ মানুষের জন্যে অভিযান চালিয়ে মাস্ক বিতরণ করা হচ্ছে।এ ছাড়াও আসানসোল পৌর কর্পোরেশনের প্রশাসক সদস্য তাবসুম আরা ও টিএমসি সংখ্যালঘু কুলটি ব্লকের সভাপতি আমজাদ আনসারিকেও তিনি বহু মাস্ক প্রদান করেন, যাতে Eidদের মতো উৎসবে লোকেরা মাস্ক পরে এবং নিজেদের পরিবারের লোকেদেরকেও মাস্ক পড়তে বলে সুরক্ষা প্রদান করে । তাবাসুম আরা
লোহিয়া দ্বারা করা এই কাজের প্রশংসা করে বলেন যে সমস্ত লোকদের তাদের সামর্থ্য অনুযায়ী এভাবেই এই করোনা মহামারীর সময় এগিয়ে এসে সহায়তা করা উচিত যাতে প্রতিটি মানুষ উপকার পেতে পারে এবং এই মহামারীটির সাথে লড়াই করতে পারে ।