কর্মক্ষেত্রে মহিলাদের শারীরিক মানসিক নির্যাতন সংক্রান্ত আইনি বিষয়ক সচেতনতা শিবির

Spread the love

কর্মক্ষেত্রে মহিলাদের শারীরিক মানসিক নির্যাতন সংক্রান্ত আইনি বিষয়ক সচেতনতা শিবির

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
সুপ্রিম কোটের (NALSA ) নির্দেশানুসারে এবং
বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে সদাইপুর থানার ভুরকুনা পঞ্চায়েত এলাকার মহিলাদের নিয়ে পানুরিয়া আশ্রম মাঠে মহিলা শ্রমিক বিষয়ক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার। আলোচ্য বিষয় হিসেবে মূলতঃ উঠে আসে যে,মহিলা শ্রমিক বা মহিলা কর্মীদের অনেক সময় কর্মক্ষেত্রে শারীরিক, মানসিক নির্যাতনের শিকার হতে হয়। এরূপ অভিযোগ হামেশাই শোনা গেলেও অনেক সময় নানান সামাজিকতার খাতিরে পুলিশ প্রশাসন বা আইনের দ্বারস্থ হন না। অনেক সময় মাঠের কাজে গিয়ে শারীরিক নির্যাতনের শিকার হন। কোথাও কাজ দেওয়ার ক্ষেত্রে অশ্লীল প্রলোভন বা টাকার প্রলোভন দেখিয়ে অশ্লীল কুকাজে প্রস্তাব দেওয়া এবং কুপ্রস্তাবে রাজি না হলে কাজ থেকে ছাটাই করে দেওয়া ইত্যাদি হয়।এই সমস্ত বিষয়ে সকলকে অবগত করতেই মূলত এদিনের সচেতনতা শিবিরের আয়োজন বলে আয়োজকরা জানিয়েছেন। যদিএই সমস্ত ক্ষেত্রে কোনো মহিলা শ্রমিক কারো দ্বারা আক্রান্ত বা নির্যাতনের শিকার হন তাহলে সরাসরি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়। এইরূপ পরিস্থিতিতে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা। এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বিনামূল্যে আইনি সুবিধা প্রদানের ব্যবস্থা গ্রহণ করবে নির্যাতিতা মহিলাদের পক্ষ থেকে। তবে সাধারণ মাহিলা শ্রমিকদের ক্ষেত্রেও নির্ভয়ে এগিয়ে আসতে হবে, অভিযোগ জমা করে আইনি পরামর্শ নেওয়া যেতে পারে বলে উপস্থিত অতিথিদের বক্তব্যে ফুটে ওঠে। এদিন আইনি সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জেলা জর্জ আরতি শর্মা রায়, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক, সিউড়ি সদর সার্কেল ইন্সপেক্টর সুব্রত ইন্দ্র, সদাইপুর থানার ওসি জয়ন্ত দাস, অধিকার মিত্র মহম্মদ রফিক সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *