কলকাতা-ঢাকা সাহিত্য আড্ডা

Spread the love

কলকাতা-ঢাকা সাহিত্য আড্ডা

ফারুক আহমেদ,

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অর্ধ শতাধিক কবি লেখকের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ লেখক পরিষদ ও বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার আয়োজনে কলকাতা-ঢাকা সাহিত্য আড্ডা। সৈয়দ মাজহারুল পারভেজ (সভাপতি, বাংলাদেশ লেখক পরিষদ), কবি অমলেন্দু চৌধুরী ছাড়াও ঋদ্ধ সাহিত্য ব্যক্তিত্ব সৈয়দ হাসমত জালাল, জ্ঞানরত্ন মহাথেরো (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ), অধ্যাপক সুরঞ্জন মিদে (রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা), কবি অরুপ পান্তী (কলকাতা), কবি অমলেন্দু বিশ্বাস (কলকাতা), কবি ও সম্পাদক ফারুক আহমেদ (কল্যাণী), কবি সূর্য ঘোষ , অধ্যাপক সুমিত বড়ুয়া (যাদবপুর বিশ্ববিদ্যালয়), সুরুপা মল্লিক (কলকাতা), সোমঋতা মল্লিক (কলকাতা), লেখক ও প্রকাশক মশিউর রহমান (বাংলাদেশ), প্রকাশক জামাল আহমেদ (বাংলাদেশ), কবি দীপা দাশ, কবি চঞ্চল ভট্টাচার্য (কলকাতা), কবি ও বাচিকশিল্পী মধুবন চক্রবর্তী (কলকাতা), কবি অধ্যাপক ড. আশরফী খাতুন (বর্ধমান, পশ্চিমবঙ্গ), কবি লায়েক মাইনুল হক (বর্ধমান), কবি অমিত গলুই (হাওড়া), কবি কৌশিক মজুমদার, কবি বিশ্বজিৎ দাশ, কবি ও বাচিকশিল্পী সুমাল্য মৈত্র (কলকাতা), দেবকন্যা সেন, কবি স্মৃতি সামন্ত কলকাতা), শিশু আবৃত্তিশিল্পী মহুল, শাহান লায়েক (বর্ধমান) সহ আরো অনেক কবি লেখক ও সাহিত্য ব্যক্তিত্বসহ যারা কষ্ট করে উপস্থিত থেকে ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা ছিনিয়েছেন সৈয়দ মাজহারুল পারভেজ। তিনি বললেন, আশাকরি এভাবেই বাংলাদেশ লেখক পরিষদের পাশে থাকবেন।

ছবি কৃতজ্ঞতা: কবি অমলেন্দু চৌধুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *