মোল্লা জসিমউদ্দিন,
সম্প্রতি ছটপুজোয় কলকাতার আরেক ‘ফুসফুস’ রবীন্দ্র সরোবর কে বাঁচাতে কঠোর অবস্থান নিয়েছিল কলকাতা হাইকোর্ট। অনুরুপভাবে আরও একবার কলকাতার ‘ফুসফুস’ খ্যাত ময়দান কে অনির্মলতার গ্রাস থেকে মুক্ত করতে উদ্যোগী হল কলকাতা হাইকোর্ট। ছটপুজোয় কড়া অবস্থান নেওয়া কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজ অর্থাৎ সোমবার স্বতঃস্ফূর্ত ভাবে মামলা দাখিল করলো কলকাতার ময়দান চত্বর কে বাঁচাতে। একদিকে নির্মল গড়তে অন্যদিকে বেআইনী গাড়ি পার্কিং রুখতে এদিন মামলা টি রুজু করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর এই মামলার সব পক্ষ অর্থাৎ রাজ্য, কেন্দ্র, সেনা কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত তলব করেছে কলকাতা হাইকোর্ট। কেন ময়দান চত্বরে এত আবর্জনা স্তূপের পাহাড়, কেনই বা সুপ্রিম কোর্টের বিশেষ নির্দেশ থাকা সত্ত্বেও যততত্র গাড়ি পার্কিং? এইসব বিষয় গুলি জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। হসপিটাল রোড, কুইনস রোড, খিদিরপুর রোড, ডাফরিন রোডের দু’ধারে কেন এত গাড়ির পার্কিং। আজ ব্যক্তিগত এক কাজে যাওয়ার পথে ময়দানের এহেন নরকদশা দেখে ক্ষুব্ধ হন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। একাধারে রাজ্য সরকারের নির্মল বাংলা কর্মসূচি , অপরদিকে কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত অভিযান গুলি কি আদৌও খাতা-কলমে সীমাবদ্ধ? কলকাতা হাইকোর্টের আজকের ময়দান নিয়ে স্বতঃস্ফূর্ত মামলা দাখিলে সেই প্রশ্ন তুলে দিল আরও একবার। আগামী ২৪ ডিসেম্বর রাজ্যের এডভোকেট জেনারেল, কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত সলিসিটর জেনারেল সহ সেনা কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত তলব করেছে কলকাতা হাইকোর্ট। ওইদিনই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।