রাজীব মন্ডল,
কলকাতা শহরে খোলা জায়গায় প্রস্রাব ও পায়খানা করলেই এবার থেকে 500 টাকা জরিমানা দিতে হবে। পুরসভার প্রশাসক মন্ডলীর বৈঠকের এমনটাই সিদ্ধান্ত হয়েছে। সেইমতো প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে পুরসভার বস্তি বিভাগও। এই প্রসঙ্গে আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন কলকাতা পুরসভার বস্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা প্রশাসক বোর্ডের সদস্য স্বপন সমাদ্দার। তিলোত্তমাকে শৌচমুক্ত শহর হিসেবে ঘোষণা করা হবে ঘোষণা করেই থেমে থাকলে চলবে না তা সঠিকভাবে দ্রুত বাস্তবায়ন করা হবে। আগামী দিনে খোলা জায়গায় শৌচকর্ম বন্ধ করে দেওয়া হবে। তার বদলে স্বাস্থ্যকর শৌচাগার বানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই শহরের সব ওয়ার্ড কো-অর্ডিনেটরদের থেকে তালিকা চেয়ে পাঠানো হয়েছে বস্তি বিভাগ থেকে। ওয়ার্ডের কোথায় কোথায় নতুন শৌচালয় বানানো যেতে পারে। শৌচালয় বানাতে কোথাও যদি জায়গা না পাওয়া যায় তাহলে পাশে কোন জমি খুঁজে শৌচালয় বানানো হবে আর তারই সঙ্গে কে. এম. ডি -এর যে শৌচালয় গুলির অবস্থা ভালো নয় বা ব্যবহারযোগ্য নয় সেগুলিকে চিহ্নিত করে সংস্কার করে ব্যবহারযোগ্য করে তোলা হবে। সবথেকে বেশি করে নজর দেওয়া হবে বিভিন্ন খালধার ও তার সংলগ্ন এলাকা এলাকাগুলিতে, সেখানে আলাদা করে শৌচালয় বানাতে হবে। আমাদের সংবাদদাতা, পৌরসভার এই প্রকাশ্যে শৌচমুক্ত শহর, দূষণমুক্ত কলকাতা বানানোর প্রয়াসে কলকাতা পৌরসভা, পৌরসভার বস্তি বিভাগ ও পৌরসভার বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক বোর্ডের সদস্য স্বপন সমাদ্দার কে ধন্যবাদ জ্ঞাপন করে। আমাদের সংবাদদাতা পত্রিকার পক্ষ থেকে অনুরোধ জানিয়েছে যে, পৌরসভার এই কর্মকান্ডের প্রচারসহ শহরের বাসিন্দাদের প্রকাশ্যে শৌচকর্ম না করার জন্য সচেতনতা প্রচার করা এবং জরিমানা সম্মন্ধে তাকে জানানো উচিত বলে মনে করেন।