কলি
কবিতা দাস (দূর্গাচক, পূর্ব মেদিনীপুর)
কলি, তোমার মনে পড়ে
সেদিন হন্তদন্ত হয়ে অফিস যাওয়ার পথে
শত ব্যস্ততার ফাঁকে, হাতখানি বাড়িয়ে
তোমায় উদ্ধার করি ওই গভীর খাদ থেকে!
হয়তো পশুশিষ্য ছিলেই বলে
প্রখর মনুষত্বের জাগ্রত বিরাজমান!
তারপর কখন যেনো সম্পর্কের পরিধি আকাশ ছুঁয়ে যায়
আধো আধো রোমে ঢাকা ইদানিং বেশ
ফুটফুটে লোভনীয় চেহারা হয়েছে।
তাই খরিদারের দাম-দরে
চড়া সুদে মালিক বিকিয়ে গেছে।
খবরটা বড়ো দেরিতে পেলাম!
সেদিনের খাদের থেকেও কঠোর মৃত্যুর মুখে
পাঠালাম আমি।
কলি, তোমার হয়ে গেল পাঁঠাবলি!