কাঁকরতলা থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
“রক্তদান জীবনদান,রক্তদান মহৎদান”- আপনার একফোঁটা রক্ত, একটা মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারে-হ্যাঁ সেই কথাটা সামনে রেখে রক্তদান শিবির পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় শনিবার কাঁকরতলা থানার উদ্যোগে স্থানীয় থানা চত্বরে। রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেেরনায়,বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও কাঁকড়তলা থানার আয়োজনে এবং সিউড়ী সদর হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের রক্ত সংগ্রহে ও বীরভূম ডিষ্ট্রিক্ট কাইফ সেভার্স এর এর পরিচালনায় কালীপুজো উপলক্ষে উৎসর্গ প্রকল্পে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।কাঁকড়তলা থানার সিভিক ভলান্টিয়ার,পুলিশ কর্মী সহ এলাকাবাসী মিলে এদিন শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন । রক্তদাতাদের হাতে শংসাপত্র প্রদান করা হয়।রক্তদাতারা বলেন শিবিরে রক্তদান করতে পেরে আমরা খুশি,আমাদের রক্তে একটা প্রাণ বাঁচবে,একটি পরিবার বাঁচবে এর থেকে আর বড় পাওনা কি হতে পারে। রক্তদানের পাশাপাশি এলাকার মানুষের সুবিধার্থে বিনাব্যয়ে চক্ষু পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হয়। চিকিৎসার সাথে সাথেই রোগীদের প্রয়োজন মতো ঔষধ দেওয়া হয়। এছাড়াও যেসমস্ত রোগীদের চক্ষু অপারেশন করার প্রয়োজন তাদের আগামীতে অন্যত্র নিয়ে গিয়ে বিনাব্যয়ে ছানি অপারেশন ও চশমা প্রদান করা হবে।শহর থেকে গ্রামীণ এলাকার বহু দূরদূরান্তের মানুষজন হাতের নাগালে চক্ষু পরীক্ষা করিয়ে খুশি ব্যাক্ত করেন।এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেই কাঁকড়তলা থানা এলাকার ৯টি দুর্গাপুজো কমিটিকে সেরা মন্ডপ,সেরা পরিবেশ সহ কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে শারদ সম্মান প্রদান করা হয়।
এদিন রক্তদাতাদের উৎসাহ প্রদান করা সহ অন্যান্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এস পি বোলপুর রাণা মুখার্জি,ডিএসপি ক্রাইম প্রতীক রায়, দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর শুভাশিস হালদার,কাঁকড়তলা থানার ও সি মহম্মদ সাকিব সাহাব,খয়রাশোল থানার ওসি সেখ কাবুল আলি,শিক্ষক উজ্জ্বল হক কাদেরী, সমাজসেবী কাঞ্চন দে, মৃনাল কান্তি ঘোষ,ডাঃ প্রদীপ্ত ব্যানার্জী,এম টি ল্যাব অনির্বান ব্যানার্জী,ডাঃ আসিফ ইকবাল,ডাঃসোহেল আহমেদ সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও পুলিশ আধিকারিক গন।
