জুলফিকার আলি,
আজ কাঁথি পৌরসভার অন্তর্গত শেরপুর এতোয়াড়িবাড় বাস স্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষ্যে সমিতি কার্যালয়ে ৫০জন দুঃস্থ মানুষদের হাতে নতুন শীত বস্ত্র বিতরণ করা হয়,, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্তোষ কুমার বাগ,গৌরবময় উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা কমিটির সদস্য শিক্ষক ইমরান আলি খাঁন,কার্যকরী কমিটির সদস্য শুভেন্দু মাইতি, পাপু আলি খাঁন,তরুণ পন্ডা,বিশ্বজিৎ গিরি, মানস সাহু,,সকলকে ধন্যবাদ জানান সম্পাদক কঙ্কন জানা#