কাটিয়াহাট আল হেরা মিশনে শিশু দিবস ও বৃক্ষরোপণ

Spread the love

কাটিয়াহাট আল হেরা মিশনে শিশু দিবস ও বৃক্ষরোপণ

২৪ পরগনা কাটিয়াহাট আল হেরা গ্রুপ অফ ইন্সটিটিউশনে শিশু দিবস ও বৃক্ষরোপণ করা হয়। ১৪ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে প্রভাতফেরী ও সেমিনার এবং বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাণপুরুষ হাজি আকবর আলি সরদার, ডিরেক্টর ও সিরাতের রাজ্য সম্পাদক শিক্ষক আবু সিদ্দিক খান, বোর্ড অফ ট্রাস্টি সদস্য আবু বকর সরদার, শিক্ষক আইয়ুব আলি, আশিক মন্ডল, সিরাজুল বিশ্বাস, তরিকুল আলম হাফেজ সাবিরউদ্দিন, প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
সম্পাদক হাজি আকবর আলি বলেন, মিশনারী স্কুল গুলোতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষারও যথেষ্ট ইতিবাচক সাড়া ফেলেছে আমাদের সমাজে আজ ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষার প্লাটফর্ম তৈরী করা দরকার। ডাইরেক্টর আবু সিদ্দিক খান বলেন, যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে মরাল এডুকেশন তথা নৈতিকতা শিক্ষা না থাকলে সে প্রতিষ্ঠান এগোতে পারে না। আজ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরু জন্মদিনে আমাদের প্রতিষ্ঠানে শিশু দিবস পালন উপলক্ষে রোড শো,প্রভাতফেরী সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বৃক্ষরোপণ করা হয়।আজকের আমাদের শপথ নেয়া দরকার একটাও শিশুর যেন শিশু শ্রমিক না হয়ে যায়। শিক্ষার আঙিনায় Ptsd হবে। শিক্ষার্থীরা আমাদের আগামী ভবিষ্যৎ ও দেশের সম্পদ।তাদের প্রতি যত্নশীল হতে হবে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক ইউনুস গাজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *