কৃষ্ণ কালী সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠান দেউলী গ্রামে।

Spread the love

কৃষ্ণ কালী সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠান দেউলী গ্রামে।

শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া:—–রাইপুর ব্লকের দেউলি গ্রামে কৃষ্ণ কালী সংঘের চতুর্থ বর্ষ কালীপুজো উপলক্ষে সোমবার সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানে দেউলী গ্রামের শিল্পীরা অংশগ্রহণ করে। আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তথা বিশিষ্ট সাংবাদিক সাধন মন্ডল, অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক তথা সমাজসেবী মধুসূদন মন্ডল রাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সমাজসেবী জয়দেব দুলে সহ বিশিষ্ট মানুষজন। এই গ্রামের পিছিয়ে পড়া তপশিলি জাতির ছেলেমেয়েরা একটি মনোজ্ঞ সাংস্কৃতির সন্ধ্যা উপহার দিল। নাচ গান পরিবেশন করে তারা। ছোট্ট ছোট্ট শিল্পীরা যেভাবে তাদের কর্মকান্ড উপস্থাপনা করেছে তা প্রশংসার দাবি রাখে। শিপ্রা দুলে( নৃত্য), বিনীত দুলে পিংকি দুলে (নৃত্য) ঈশিতা মাইতি, ওজোসিনি মন্ডল
বিথীকা দুলে, অস্মিতা মন্ডল, ঐশানি মন্ডল। তৃষিতা মন্ডল, ইন্দ্রজিৎ দুলে, সুজিত দুলে প্রমুখ। অনুষ্ঠানে অবসর প্রাপ্ত শিক্ষক মধুসূদন মন্ডল দেউলি গ্রামকে নিয়ে স্বরচিত কবিতা আবৃতি করে উপস্থিত দর্শকদের মন জয় করে নেন। পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন আমরা কয়জন এর সদস্য বৃন্দ। সাংস্কৃতিক সন্ধ্যার সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক নির্মল দুলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *