কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ও নাগরিক স্বার্থ রক্ষার্থে বিধায়কের বাইক মিছিল
সেখ সামসুদ্দিন, ২৯ ডিসেম্বরঃ মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্যের নেতৃত্বে মেমারি বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের যুব জাগরণের পথপ্রদর্শক ও মহামানব স্বামী বিবেকানন্দের প্রতি বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্য নেতৃত্বের ক্রমাগত আক্রমণ ও অসম্মানের বিরুদ্ধে ও নাগরিক স্বার্থ রক্ষার্থে বাইক মিছিল করা হয়। নদীপুর মোড়ে আম্বেদকরের মূর্তির সামনে থেকে রসুলপুর বাজার পর্যন্ত বাইক র্যালির শুরুতে বাবাসাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। মালদানের পর সংবিধান পাঠ করে শপথ গ্রহণের মাধ্যমে বাইক র্যালির সূচনা করা হয়। পথে মেমারি চকদিঘী মোড়ে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক। তারপর আবার যাত্রা শুরু করে রসুলপুরে পৌঁছে পথসভার মাধ্যমে এদিনের কর্মসূচি শেষ করা হয়। বিধায়ক বলেন ১০০ দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা দেওয়ার দাবিতে ও কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এই বাইক র্যালি।