ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেনের তত্ত্বাবধানে ও পূর্ব বর্ধমান সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে অ্যাসোসিয়েশনের পরিচালনায়, সপ্তম পূর্ব বর্ধমান সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫ গত ১২ ই অক্টোবর ২০২৫ তারিখে, বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হল। এই প্রতিযোগিতায় সম্মানীয় অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনবিহারী যশ মহাশয় (সাধারন সম্পাদক, বর্ধমান ডিস্ট্রিক্ট ভলিবল এন্ড বাস্কেটবল এসোসিয়েশন), অরুণাভ কোনার মহাশয় (সাধারন সম্পাদক, ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস, পূর্ব বর্ধমান) এবং ইন্দ্রনীল সোম মহাশয় (প্রধান শিক্ষক, বর্ধমান টাউন স্কুল, প্রাইমারি সেকশন প্রাতঃ বিভাগ)।
একজন এশিয়ান ক্যারাটে ফেডারেশনের বিচারক দেবাশীষ কুমার মণ্ডল, পাঁচজন জাতীয় বিচারক – অমিত পোদ্দার, দেবনীল মন্ডল, জনি রাম, নিবেদিতা দাস ও অয়ন কুণ্ডু এবং আটজন সেইসিনকাই বিচারক দ্বারা খেলাটি সুষ্ঠভাবে পরিচালিত হয়। পূর্ব বর্ধমান সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রেনসি দেবাশীষ কুমার মণ্ডল জানান, “জেলার চার মহকুমা থেকে মোট ৭৭ জন প্রতিযোগী কাতা, কুমিতে, টিম কাতা এবং কোবুডো মিলিয়ে মোট ২৪ টি বিভাগে এই জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।” সংস্থার সভাপতি সেনসেই অমিত পোদ্দার জানান, “এই প্রতিযোগিতায় ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা ছিল বেশী। পদক তালিকায় চ্যাম্পিয়ন হয়েছে বর্ধমান উত্তর এবং রানার্স হয়েছে কাটোয়া।”
এছাড়া, প্রত্যেকটি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পদক ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। এছাড়া, বিগত বছরের যেসমস্ত খেলোয়াড় অফিসিয়াল রাজ্য, জোনাল এবং জাতীয়স্তরে উল্লেখযোগ্য ছাপ রেখেছিল তাদেরকে সংবর্ধিত করা হয়। সংস্থার জেনারেল সেক্রেটারি সেনসেই দেবনীল মণ্ডল জানান, “২০২৪-২৫ সালের সেরা জেলা সেইসিনকাই খেলোয়াড়ের তকমা অর্জন করেছে আয়ুস পোদ্দার (পুরুষ কাতা ও কুমিতে), শ্রেয়সী ঘোষ (মহিলা কাতা) এবং অয়নতিকা সাহা (মহিলা কুমিতে)।”
রবিবারে উপস্থিত দর্শক মন্ডলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।