ক্ষীরগ্রাম যোগাদ্যা বাণীপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপন
সেখ রাজু,
আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন । মা-বাবার ঋণ যেমন শোধ করা যায় না, তেমনি শিক্ষক-শিক্ষিকাদের ঋণ শোধ করার বৃথায় চেষ্টা । ৫ সেপ্টেম্বর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাননের জন্ম দিবসকে কেন্দ্র করে ক্ষীরগ্রাম যোগাদ্যা বাণীপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপন করা হয় । কবিতা, নৃত্য, আলাপচারিতা, নাটক সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনটি উদযাপিত হয় । অনুষ্ঠানটির আয়োজন থেকে শুরু করে পরিচালনার প্রতিটি পদক্ষেপে প্রধান ভূমিকা গ্রহণ করেছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা । প্রধান শিক্ষক প্রসেনজিৎ গুপ্ত ও বিদ্যালয়ের সভাপতি অসীম চৌধুরী সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাদের অনুষ্ঠানের শুরুতে সংবর্ধনা জানানো হয় । রাজদীপ হাজরা, প্রকাশ ঘোষ, তিতলি পুইলে, চন্দ্রিমা চৌধুরী প্রমূখ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানায় আজকের দিনটির জন্য প্রতিবছর আমরা অপেক্ষা করে থাকি । আমাদের পিতৃতুল্য শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা দিতে পেরে খুব খুশি । ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানন ছিলেন প্রকৃত শিক্ষক। এছাড়াও একজন দার্শনিক, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি । তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম । বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ গুপ্ত বলেন ছাত্র-ছাত্রীদের এই মহতী কর্মকান্ডে আমরা যোগ দিতে পেরে খুব খুশি । প্রাক্তন ছাত্র তথা সম্পাদক মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী বিদ্যালয়ের কর্মকাণ্ডে পূর্ণ পাশে থাকেন । ৪৬ তম বর্ষে বিদ্যালয়ের পত্রিকা উজ্জীবনী প্রকাশিত পায় ।