কয়লা কান্ডে হাইকোর্টের দারস্থ বিনয় মিশ্র

Spread the love

কয়লা কান্ডে হাইকোর্টের দারস্থ ‘ফেরার’ বিনয়

মোল্লা জসিমউদ্দিন টিপু,


ইতিমধ্যেই সিবিআইয়ের কয়লা পাচার মামলায় এফআইআর করার বৈধতা নিয়ে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছুটেছেন। সব ক্ষেত্রেই আদালত তা খারিজ করেছে।ঠিক এইরকম পরিস্থিতিতে সোমবার দুপুরে আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন কয়লা পাচার মামলায় বহু চর্চিত রাজনৈতিক ব্যক্তিত্ব তথা এই মামলার অভিযুক্ত বিনয় মিশ্র।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের এফআইআর খারিজ দাবি রেখে দাখিল এই মামলাটি।এই মামলা কলকাতা হাইকোর্ট গ্রহণ করেছে।আগামী ৩১ মার্চ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে। মামলাকারী আইনজীবীর দাবি – সিবিআইয়ের এফআইআর তে প্রথম দিকে নাম ছিলনা বিনয় মিশ্রের। পরবর্তীতে এই মামলায় নাম জড়িয়ে পড়ে তৃনমূলের যুব নেতা বিনয় মিশ্রের। সিবিআইয়ের পাশাপাশি ইডি এই মামলার যাবতীয় তদন্তভারে রয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত বিনয় মিশ্রের ফ্লাট সহ নানান সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।সিবিআইয়ের তরফে লুক আউট নোটিশ জারী করা হয়েছে অভিযুক্ত বিনয় মিশ্রের বিরুদ্ধে। এই মামলায় তলব করা হয়েছে আসানসোল পুলিশ কমিশনারেটের প্রাক্তন পুলিশ কমিশনার সহ অন্ডাল থানার প্রাক্তন ওসি কে।চলতি মাসে ইডির হাতে গ্রেপ্তার হয় অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র।প্রথম পয্যায়ে ৬ দিনের ইডি হেফাজতে ছিলেন বিকাশ পরে দিল্লির বিশেষ আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে। আগামী ৪ এপ্রিল পুনরায় দিল্লির বিশেষ আদালতে পেশ করা হবে বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র কে। এই মামলায় বিনয় মিশ্রের নিকট  আত্মীয় বাঁকুড়ার আইসি কে দফায় দফায় জেরা করে সন্তুষ্ট হতে পারছেন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা।এখন দেখার আগামী ৩১ মার্চ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বিনয় মিশ্রের পক্ষে দায়ের করা মামলায় আদালত কি নির্দেশ দেয়?  বিধানসভার ভোট ময়দানে যাবতীয় ফোকাস এখন কয়লা পাচার মামলা, তাই আদালতের দিকে তাকিয়ে শুধু রাজ্য রাজনীতি নয় সর্বভারতীয় রাজনৈতিক মহলও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *