খাতড়া মহকুমা শাসকের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির।
সাধন মন্ডল,খাতড়া : খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে ১২ ই আগস্ট মঙ্গলবার খাতড়া মহকুমা শাসকের সভা কক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। শিবিরে উপস্থিত ছিলেন খাতড়ার মহকুমা শাসক শুভম মৌর্য্য সহ মহকুমা প্রশাসনের একাধিক আধিকারিক বৃন্দ।। মহকুমা শাসক শুভম মৌর্য্য জানান, চারজন মহিলা সহ মোট ৫৬ জন রক্ত দান করেছেন। রক্ত সংগ্রহ করেন খাতড়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কর্মীরা। এদিন প্রতিটি রক্তদাতার হাতে সবুজায়নের লক্ষ্যে একটি করে ফলের চারা গাছ তুলে দেওয়া হয়। মূলত জেলার ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত সংকট মেটাতে মহকুমা প্রশাসনের এই বিশেষ উদ্যোগ বলে মহকুমা শাসক জানিয়েছেন। তিনি আরো বলেন এই ধরনের উদ্যোগ আমরা আগামী দিনে আবার নেব। তাছাড়া মহকুমা এলাকার প্রতিটি ব্লক এর কাছে আবেদন রাখছি তারা যেন এই ধরনের একটি করে শিবির করেন।