হুমায়ুন কবীর,
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১৬ ই আগস্ট “খেলা হবে দিবস” উপলক্ষে মঙ্গলকোট লালডাঙ্গা ক্রীড়াঙ্গনে চার দলের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী দলগুলি হল MLA একাদশ, আই.সি. একাদশ, বিডিও একাদশ এবং B.M.O.H. একাদশ। ফাইনালে টিম আই সি একাদশকে ১/০ গোলে পরাজিত করে MLA একাদশ জয়লাভ করে।