গনেশ পুজোর উদ্বোধনে অশোক হাজরা
সেখ রাজু,
পূর্ব বর্ধমানের ভাতার বাসস্ট্যান্ডে ভাতার গণপতি সেবা সমিতি সংঘ ও ভাতার রেজিস্ট্রি অফিসের কাছে গণপতি পুজো কমিটির পরিচালনায় শ্রী শ্রী গণেশ পুজোর শুভ উদ্বোধন করলেন ভাতারের বিশিষ্ট সমাজসেবী তথা ভাতার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক হাজরা । গণেশ চতুর্থী বা গণেশ উৎসব হিন্দু দেবতা গণেশের বাৎসরিক পুজো-উৎসব । বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা । হিন্দুরা বিশ্বাস করেন এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্ত্যে অবতীর্ণ হন । হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথি অথবা মাঘ মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশের পূজা বিধেয় । সারা রাজ্যের পাশাপাশি ভাতারেও গণেশ পূজো প্রতিবছর ধুম ধামের সঙ্গে পালন করা হয় । এ বছরও সেই আনন্দে কোনরূপ ভাটা পড়েনি । ভাতারের বিভিন্ন পুজো কমিটির আহবানকে সাড়া দিয়ে ভাতারের ভূমিপুত্র তথা বিশিষ্ট সমাজসেবা অশোক হাজরা বিভিন্ন পুজো কমিটির ফিতে কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন । এলাকার দুঃস্থ ও গরীব মানুষেরা এই পুজোয় যাতে আনন্দের সঙ্গে শামিল হতে পারে সেই উদ্দেশ্যে গণপতি পুজো কমিটির উদ্যোগে শতাধিক মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় । ভাতার বাজার ব্যবসায় সমিতির সভাপতি তথা ভাতারের ভূমিপুত্র বিশিষ্ট সমাজসেবী অশোক হাজরা সকলের হাতে বস্ত্র তুলে দেন ।
ভাতার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী অশোক হাজরা জানান সকলের পরিবারে সুখ-শান্তি বিরাজ করুক । জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভাতারের মানুষ সকল উৎসবের শামিল হয় । গণেশ পূজোর মাধ্যম দিয়ে উৎসবের মরশুম শুরু হতে চলেছে । এই উৎসবে আমরা সকলেই একসাথে ভাতারের সম্প্রীতি বজায় রাখবো ।