গলসিতে ভেঙে পড়ল মাটির বাড়ী

Spread the love

গলসিতে ভেঙে পড়ল মাটির বাড়ী

নিজাম আলম,

প্রতিদিনের হাসি আর রইল না। একটি পরিবার মাটির বাড়ীতে থেকেই চিরদিন আনন্দে কাটিয়েছেন। দৈনন্দিন জীবনে যেটুকু রোজগার তাতেই সন্তুষ্ট হয়ে এই মাটির বাড়ীর উপর নির্ভর করে বসবাস করছিলেন। পরিবারের সবার আশা ছিল হয়তো সারাটিজীবন এই মাটির বাড়ীতে বসবাস করেই জীবন কেটে যাবে। তাই তারা পাকা বাড়ী নির্মাণ করতে কোন দপ্তরে সাহায্য চায়নি। কিন্তু কয়েকদিন ধরে চলছে টানা বৃষ্টির । আর সেই বৃষ্টির জেরে ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এই মাটির বাড়ি। বরাত জোরে রক্ষা পেলেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত রামপুর গ্রামে। বাড়ি হারিয়ে অতান্তরে পড়েছেন পরিবার সদস্যরা।
বিগত কয়েকটা দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে বাংলা জুড়ে। একই ছবি বর্ধমানের গলসি এলাকাতেও। জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই সোমবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যান কর্মকার পরিবারের সদস্যরা। কিন্তু মাঝরাতে বাড়ির দেওয়াল থেকে মাটির চাঙড় খসে পড়তে দেখেন তাঁরা। পরিবারের সদস্য সুবীর কর্মকার বলেন, আমরা ছয়জন ওই বাড়িতে থাকি। অতিরিক্ত বৃষ্টির জন্য এই অবস্থা হল। এখন পাশের স্কুলের একটি রুম খুলে দেওয়া হয়েছে। সেখানেই আছি। গলসি-১ বিডিও জয়প্রকাশ মন্ডল বলেন, বিষয়টি জানি। প্রশাসন পরিবারের পাশে রয়েছে। তাদেরকে সাহায্য করতে বিডিও আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। এই পরিবারের করুণ অবস্থা চিন্তা করে গ্রামের মানুষও তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *