প্রত্যুষ চক্রবর্তী,
সনাতন ধর্মাবলম্বীদের কাছে কার্তিকমাস দামোদর মাস হিসাবে পরিচিত। মানা হয় কার্তিক মাস ভগবান বিষ্ণুর মাস। এই মাসটি অনেকেই বিশেষ আচারের মধ্যে পালন করেন। পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের শান্তিপুর পূর্বপাড়ার নাগরিকদের পক্ষ এদিন সোমবার সংক্রান্তির দিনে একটি শোভাযাত্রা বের করা হয়।শান্তিপুর রাধাগোবিন্দ মন্দির চত্বর থেকে শুরু হয় নগর পরিক্রমা।সকালে হরিনাম সংকীর্তন সহকারে গুসকরা শহর পরিক্রমা করেন ভক্তরা। আবালবৃদ্ধবনিতা এই নগর পরিক্রমায় অংশ নেন। কচিকাঁচাদের রাধা কৃষ্ণ সাজিয়ে শোভাযাত্রার আকর্ষণ বাড়ানো হয়। আয়োজনকরা জানিয়েছেন মঙ্গলবার থাকছে কয়েক হাজার মানুষের প্রসাদ বিতরণ।আয়োজকদের তরফে মনোরঞ্জন মন্ডল বলেন,অমরা প্রায় তিরিশ বছর ধরে কার্তিক মাসের সংক্রান্তি উপলক্ষ্যে এই প্রভাতফেরী ও নগর কীর্তনের আয়োজন করে থাকি।এই প্রভাতফেরী উপলক্ষ্যে পাড়ার মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। কচিকাঁচাদের রাধাকৃষ্ণ সাজিয়ে প্রভাতফেরীর আকর্ষণ আরো বাড়িয়ে তোলা হয়। শান্তিপুরে আগামীকাল কয়েক হাজার মানুষের ভোগের আয়োজন করা হয়েছে।
