গোলোড় গ্রামে নব কুঞ্জ মহোৎসবে মানুষের ঢল।

Spread the love

গোলোড় গ্রামে নব কুঞ্জ মহোৎসবে মানুষের ঢল।


সাধন মন্ডল বাঁকুড়া:–
আজ ৭ ই চৈত্র আজ থেকে শুরু হল ৯ টি কুঞ্জে হরিনাম সংকীর্তন মহোৎসব। গতকাল পর্যন্ত অর্থাৎ ছয় দিন ধরে মূল মঞ্চে নিবেদিত হচ্ছেনাম সংকীর্তন ঐ মূল মঞ্চ ছাড়াও আরো আটটি মঞ্চে বা কুঞ্জে আজ থেকে নাম সংকীর্তন চলবে আগামী তিনদিন ধরে ।এটাই হলো নব কুঞ্জ মহোৎসবের মূল পর্ব এই তিন দিন ধরে ১০০ টিরও বেশি নাম সংকীর্তনের দল বিভিন্ন কুঞ্জে নাম পরিবেশন করবেন। এই নটি কুঞ্জ শুরু হওয়ার প্রাক্কালে আজ ভোরে গ্রামের ৫ শতাধিক মানুষ পুরুষ মহিলা মিলে কংসাবতী নদীর নচিপুর নদীঘাট থেকে শোভাযাত্রা ও নাম সংকীর্তন সহযোগে ঘট নিয়ে আনেন। এই জল নটি কুঞ্জের ঘট ভাঁড়ে দেওয়া হয়। গ্রামবাসী রাজীব ঘোষ নাম সংকীর্তন কমিটির সম্পাদক পুলক শিং, রা বলেন এটি আমাদের গ্রামের বাৎসরিক উৎসব এই উৎসবের দিকে তাকিয়ে থাকেন গ্রামের মানুষজন ছাড়া পাশাপাশি এলাকার ১০-১২টি গ্রামের মানুষজন। ৯ দিনে ৫০ হাজারেরও বেশি ভক্তের সমাগম ঘটে গোলোড় গ্রামে। তাছাড়া দুপুরে ও রাত্রে প্রতিদিন গড়ে পাঁচ হাজার মানুষের ভোজন পর্ব চলে। এ বছর এই নবকুঞ্জ মহোৎসবের বাজেটে ধরা হয়েছে প্রায় ১৭ লক্ষ টাকা। অনুষ্ঠানটিকে আকর্ষণীয় করে তুলতে চন্দননগর থেকে আলোকসজ্জা নিয়ে সারা গ্রাম আলোক মালায় সাজানো হয়েছে। অন্যদিকে চলছে মেলা যেখানে মানুষরা বের করেছেন তাদের প্রয়োজনীয় গৃহস্থালীর জিনিসপত্র কেনাকাটা করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *