অর্গানিক এগ্রিকালচার ট্রাস্ট এর উদ্যোগে ৫০০ জন চাষীদের নিয়ে বিশেষ শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলকোটের নতুনহাট সাথী লজে।
চাষের নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা হয়।
কীটনাশক সার আর নয় জৈব সার দিয়ে চাষ করতে হবে এই বার্তা নিয়ে অর্গানিক এগ্রিকালচার ট্রাস্ট এর উদ্যোগে ৫০০ জন চাষীদের নিয়ে বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলকোটের নতুনহাট সাথী লজে।
মূলত রাসায়নিক সার দিয়ে চাষ করে ফসলের গুণগত মান যেমন খারাপ হচ্ছে তেমনি মাটির উর্বরতা শক্তি অনেক কমে যাচ্ছে।
জৈব সার দিয়ে কিভাবে ফসলের গুণগত মানকে ঠিক রাখা যায় এবং মাটি আরো ভালো করা যায় সে বিষয়ে আলোচনা হয় এই শিবিরে।
শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া এফ,পি, ও,
ন্যাশানাল সেক্রেটারি রাজ মল্লিক, ভাইস প্রেসিডেন্ট সুকুমার ধারা ও শেখ দিলবাহার,
মঙ্গলকোটের বিভিন্ন অঞ্চল থেকে উপস্থিত ছিলেন ৫০০ জন চাষী।
এলাকার চাষিরা জানান যে তারা আজ এই কর্মশালা তে যোগ দিয়ে অনেক নতুন কিছু তথ্য জানতে পেরেছেন।
কি ভাবে নতুন পদ্ধতির মাধ্যমে বাড়ীতে চাষের সার তৈরি করে কম বিনিয়োগ এ অনেক বেশি মুনাফা অর্জন করতে পারবে ।
পাশাপাশি অর্গানিক পদ্ধতিতে চাষ করে উৎপাদিত পণ্য বৈদেশিক বাজারে বিক্রয় কিভাবে করবেন সে নিয়েও আলোচনা করা হয় এই শিবিরে।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।