চৈত্র মাসের শেষে বৈশাখ মাসের শুরু হওয়ার আগেই বাংলা নববর্ষের নতুন ক্যালেন্ডার প্রকাশ।
অনিকেত ক্রিয়েশন ও নির্ভর বুটিকের যৌথ উদ্যোগে বাংলা নববর্ষের নতুন ক্যালেন্ডার প্রয়াস।আজ আনন্দপুর পুলিশ স্টেশনের কাছে ৩৭৬ মাদুরদহ নির্ভর ক্রিয়েশনে কর্ণধার কৌশিকি ঘোষাল ও অনিকে ক্রিয়েশনের যৌথ প্রয়াস কর্ণধার অনিকেত রায় বাংলা নববর্ষের একটি ক্যালেন্ডারের ফটোশুট করা বিভিন্ন মডেলদের নিয়ে। আজকে মূলত উপস্থিত ছিলেন মডেল রিয়া দাস,স্নেহা সিংহ রায়, রাজদীপ সাহা,সুজাতা পালিত, সুজা কুন্ডু এবং সর্বশেষে বলাই বাহুল্য অনিকে ক্রিয়েশনের কর্ণধার অনিকেত রায় ও নির্ভর বুটিকের কর্ণধার কৌশিকী ঘোষাল উপস্থিত ছিলেন। কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট।