চোলাই মদ পাচারের সময় মোটরসাইকেল সহ ধৃত-১ লোকপুর থানায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম সীমান্তবর্তী ঝাড়খণ্ড এলাকা থেকে বীরভূমের লোকপুর সহ বিভিন্ন থানা এলাকার মধ্য দিয়ে অবৈধভাবে চোলাই মদের রমরমা বেড়ে যাচ্ছে। পুলিশের চোখে ধূলো দিতে সাইকেল তো কখনো মোটরসাইকেল সহযোগে পাচার করতে অতি সক্রিয় হয়ে ওঠে পাচারকারীদের দল। সেরূপ ঘটনা সামনে আসতেই লোকপুর থানার ওসি কুমার পার্থ ঘোষ অন্যান্য পুলিশ আধিকারিকদের দিয়ে গোপনে জাল বিস্তার করে অবৈধ চোলাই মদ বন্ধের জন্য তৎপর হয়ে উঠেন। সেরূপ নজরদারির ফলে ফের একজন চোলাই মদ পাচারকারী পুলিশের জালে ধরা পড়ে।জানা যায় শনিবার রাতে স্থানীয় থানার লোকপুর বাসষ্ট্যান্ড এলাকায় জ্যারিকেন ভর্তি চল্লিশ লিটার চোলাই মদ,মোটরসাইকেল সহ এক ব্যাক্তিকে পুলিশ আটক করে।ধৃত ব্যক্তি দুবরাজপুর পৌরসভার নতুন পল্লীর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কানাই বাউরি।লোকপুর থানার পুলিশ অবৈধ চল্লিশ লিটার চোলাই মদ সহ মোটরসাইকেল টি বাজেয়াপ্ত করে এবং রবিবার ধৃত কে দুবরাজপুর আদালতে তোলা হয় বলে সূত্রের খবর।
উল্লেখ্য ইতিপূর্বে ঝাড়খণ্ড রাজ্যের বাগডহরী থানার মুড়াবেড়িয়া গ্রাম থেকে লোকপুর থানা এলাকার বিভিন্ন স্থানে চোলাই মদ পাচার করার সময় সাইকেল, মোটরসাইকেল নিয়ে অনেকে ধরা পড়ে বলে পুলিশ সূত্রে জানা যায়।