চোলাই মদ সহ ধৃত-১ লোকপুর থানায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন এলাকা দিয়ে বীরভূমের লোকপুর, রাজনগর সহ অন্যান্য থানার গ্রামে গ্রামে অবৈধভাবে ঢুকছে চোলাই মদ। সেগুলো কখনো পাইকারি হারে তো কখনো খোলা বাজারে খুচরো ভাবে দেদার বিক্রি করে চলে যাচ্ছে। ঘটনার কথা সামনে আসতেই লোকপুর থানার পুলিশ অবৈধ চোলাই মদ বন্ধের জন্য তৎপর হয়ে উঠেন। সেরূপ গোপন সূত্রে খবর পেয়ে লোকপুর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে নাকড়াকোন্দা পঞ্চায়েত এলাকার ভাদুলিয়া মোড় থেকে এক ব্যাক্তিকে আটক করেন। সেই সঙ্গে তার সাথে থাকা কুড়ি লিটার অবৈধ চোলাই মদ বাজেয়াপ্ত করেন।
পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম সুকুমার ডোম, বাড়ি স্থানীয় থানা এলাকার ভাদুলিয়া নীচুপাড়ায়। শুক্রবার ধৃতকে দুবরাজপুর আদালতে পাঠানো হয় লোকপুর থানার পুলিশের পক্ষ থেকে।