জগদ্ধাত্রী পুজোয় চলছে সিঁদুর খেলা রাইপুর সর্বজনীন জগদ্ধাত্রী পূজা মন্ডপে
সাধন মন্ডল বাঁকুড়া:–
রাইপুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর আজ বিজয়া দশমী। বিজয়া দশমীর উপলক্ষে সকাল থেকে পুজো পাঠ হওয়ার পর দুপুরে মায়ের পায়ে সিঁদুর ও আলতা দিয়ে শুরু হয় ভক্তদের সিঁদুর খেলা এদিন এলাকার মহিলারা ভিড় জমিয়েছিলেন হাতে সিঁদুর ও আলতা নিয়ে। তারা পরস্পর পরস্পরকে আনন্দ সহকারে সিন্দুর পরিয়ে দেন। এখানে উল্লেখ্য রাইপুর সবুজ সংঘের ফুটবল মাঠে রায়পুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর এটি প্রথম বর্ষ। তাই এলাকার মানুষের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ষষ্ঠীর দিন সারেঙ্গা রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি র অধ্যক্ষ স্বামী তদ্বোধানন্দজির হাত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পাঁচ দিনের পুজো পাঠের পর আজ দশমীর পুজো শেষ হয়। সম্পূর্ণ বৈদিক মতে পুজো হয়। পুজোর পুরোহিত ছিলেন ইসকন মন্দিরের সর্বদেব প্রভু। পুজোর সমস্ত দেখভালের দায়িত্বে ছিলেন বিশিষ্ট ভক্ত অরুন ডাঙ্গর। পুজো কমিটির সম্পাদক অশোক কুমার দে বলেন এটি আমাদের এই পাড়া এলাকার প্রথম ও বড় উৎসব ।এলাকার মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে আমরা এই বছর মা জগদ্ধাত্রী পূজার সূচনা করলাম। এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এই পুজো উপলক্ষে দশ দিনের গ্রামীন মেলার আয়োজন করা হয়েছে মেলা চলবে আগামী ৬ই নভেম্বর পর্যন্ত।
