জঙ্গলমহলের গর্ব গড় রাইপুর হাই স্কুলের ছাত্র সৌম্যদীপ মন্ডল:

Spread the love

জঙ্গলমহলের গর্ব গড় রাইপুর হাই স্কুলের ছাত্র সৌম্যদীপ মন্ডল:

— সাধন মন্ডল ,বাঁকুড়া:—২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় দশম স্থান অধিকার করল জঙ্গলমহলের গড় রাইপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌম্যদীপ মন্ডল। তার প্রাপ্ত নাম্বার ৬৮৪,তার বাবা লক্ষীকান্ত মন্ডল ফুলকুসমা হাই স্কুলের অংকের শিক্ষক। মা মহুয়া নাদ মন্ডল গৃহবধূ অবসর সময়ে (স্ট্যাম্প ভেন্ডার )বড় হয়ে সৌম্যদীপ ডাক্তার হতে চায় তার প্রিয় বিষয় অংক ।বাবার হাত ধরেই তার এই ভালোলাগা বলে সে জানায়। সে আরো জানায় পড়াশোনা ছাড়া তার ক্রিকেট খেলতে ভালো লাগে। প্রিয় ক্রিকেটার ভারতের তরুণ ওপেনার শুভমন গিল। সে ১১ থেকে ১২ ঘন্টা পড়াশোনা করত অংক ছাড়া প্রতিটি বিষয়ে তার গৃহ শিক্ষক ছিল বলে তার বাবা লক্ষীকান্ত মন্ডল জানান। প্রাথমিক বিদ্যালয়ে পড়া কালীন তার গৃহ শিক্ষক ইন্দ্রজিৎ দুলে বলেন ছোটবেলা থেকেই ওর পড়াশুনার প্রতি ছিল তখন থেকেই আমার মনে হয়েছিল ও আগামী দিনে ভালো কিছু করবে। আজ ওর এই সাফল্যে আমিও গর্বিত। বিদ্যালয়ের গড় রায়পুর হাই স্কুলের প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল বলেন আমাদের খুব ভালো লাগছে আমরা গর্বিত । এবারে আমাদের আশা ছিল সৌম্যদীপ এর থেকে দশের মধ্যে স্থান করবে। এবং তার ফল হাতেনাতে পেয়েছি।আমাদের স্কুল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিভিন্ন সময়ে কোন না কোন স্থান দখল করে। এবছর দশম স্থান অধিকার করেছে আমাদের প্রিয় ছাত্র সৌম্যদীপ মন্ডল। আমরা অত্যন্ত গর্বিত ও খুশি। বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি দেবাশীষ মন্ডল বলেন আমি সৌম্যদীপের সার্বিক সাফল্য কামনা করি। বিদ্যালয়ের শিক্ষক অপূর্ব রবি মন্ডল, প্রবীর মুখার্জি, পার্থ সারথী মহান্তি ,ধর্মদাস সৎপতি, চন্দন ঘোষ রা বলেন আমরা গর্বিত ওর এই সাফল্যে। ও আগামী দিনে আরো ভালো কিছু করে বিদ্যালয়ের নাম বজায় রাখবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। বাবা লক্ষীকান্ত মন্ডল ও মা মহুয়া নাদ মন্ডল বলেন পড়াশোনার জন্য ওকে আলাদা করে কোন চাপ দেওয়া হয়নি ওর ইচ্ছেমতো ও পড়াশোনা করত ।যখন পড়াশোনা করতে ভালো লাগতো না তখন ক্রিকেট খেলতো বা টিভি দেখতো। ও ক্রিকেট প্রেমী। এখানে উল্লেখ্য সৌম্যদীপের আসল বাড়ি সারেঙ্গা ব্লকের বাসুদেবপুর গ্রামে। বিভিন্ন বিষয়ে তার প্রাপ্ত নাম্বার বাংলা ৯৯, ইংরেজি ৯১,অংক ৯৮, ভৌত বিজ্ঞান ১০০, জীবন বিজ্ঞান ১০০, ইতিহাস ৯৭ ভূগোল ৯৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *