জনসংযোগে ফুটবল মাঠে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী
। সাধন মন্ডল বাঁকুড়া:———তালডাংড়ার বেলডাংরা উদয়ন সংঘের পরিচালনায় শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালীপূজা উপলক্ষে স্বর্গীয় রামপদ মান ও স্বর্গীয় ভীম মান স্মৃতির উদ্দেশ্যে দুই দিনের ১৬ টি দলকে নিয়ে ১ লক্ষ ১৬ হাজার টাকার ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা শনিবার হয়ে গেল স্থানীয় ফুটবল মাঠে। এদিনের ফাইনাল খেলাতে মাঠে নামে সোমনাথ ইলেভেন রাওতোড়া ও বেলডাংরা শিবম ইলেভেন। খেলার প্রথমার্ধে সোমনাথ ইলেভেন দলের শেখ ওহিদ গোল করে দলকে এগিয়ে দেয়। খেলার প্রথমার্ধের শেষ লগ্নে শিবম ইলেভেন দলের বিদেশি খেলোয়াড় ইব্রাহিম গোল করে দলকে সমতায় ফেরায়। খেলার প্রথমার্ধ ১~১ অবস্থাই খেলা শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধের ৩ মিনিটের মাথায় শিবম ইলেভেন দলের ওই একই বিদেশি খেলোয়াড় ইব্রাহিম দ্বিতীয় গোলটি করে ,শিবম ইলেভেন দলকে ২~১ গোলে এগিয়ে দেয়। যদিও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি শিবম ইলেভেন। দ্বিতীয়া অর্ধের খেলার একেবারে শেষ লগ্নে সোমনাথ ইলেভেন রাওতোড়া দলের আমজাদ মন্ডল দ্বিতীয় গোলটি করে দলকে সমতায় ফেরায়। নির্ধারিত সময় খেলা ২~২ অবস্থায় শেষ হয়। টাইবেকারে বেলডাংরা শিবম ইলেভেন ৪~৩ গোলে সোমনাথ ইলেভেন রাওতোড়াকে পরাজিত করে সেরা শিরোপা অর্জন করে। ফাইনাল খেলা আরম্ভের পূর্বে বলে শট মেরে ফাইনাল খেলা উদ্বোধন করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী. এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তাপস তুঙ্গ. আয়োজকের তরফে রুদ্র মল্ল জানান ফাইনাল খেলাতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সোমনাথ ইলেভেন দলের আমজাদ মন্ডল। ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন শিবম ইলেভেন দলের বিদেশি খেলোয়াড় ইব্রাহিম। আয়োজকের তরফে জগন্নাথ মান জানান সেরা গোলকিপার নির্বাচিত হন শিবম ইলেভেন দলের কিরণ বীর। সেরা স্ট্রাইকার নির্বাচিত হন শিবম ইলেভেন দলের শুভ খাওয়াস। আয়োজকের তরফে পাপাই তুঙ্গ জানান ফাইনালে জয়ী দলকে নগদ ৫৫ হাজার টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। ফাইনালে পরাজিত দলকে নগদ ৪৫ হাজার টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। আয়োজকের তরফে বুদ্ধদেব খাওয়াস জানান সেমিফাইনালে দুটো পরের দলকে নগদ ৮ হাজার টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়. এই দুই দিনের খেলা গুলি পরিচালনা করেন অভিজিৎ ঘটক জয়ন্ত পাল অভিজিৎ কুম্ভকার ও দিব্যেন্দু মাঝি