জলমগ্ন মহানগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ জনের মৃত্যুর ঘটনায় রাজ্যের রিপোর্ট চাইলো হাইকোর্ট
মোল্লা জসিমউদ্দিন,
মহানগর কলকাতায় টানা বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মিছিলের ঘটনায় সিইএসসি-র কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। গত সোমবার রাতের বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে মহানগর কলকাতা।। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের।বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত মামলায় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।পাশাপাশি কলকাতা পুরসভাকেও রিপোর্ট জমা দিতে হবে বলে জানানো হয়েছে। নিকাশি ব্যবস্থা নিয়ে পুরসভার পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানাতে হবে। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে অবস্থান জানাবে রাজ্য। আগামী ৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। গত সোমবার রাত এবং মঙ্গলবার ভোরের অতি প্রবল বৃষ্টিতে বানভাসি কলকাতাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। কালিকাপুর, গড়িয়াহাট, বেনিয়াপুকুর, বেহালা, মোমিনপুর, বালিগঞ্জ, বেহালা, নেতাজিনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে একাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নেতাজিনগরে একজন সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। জমা জলের মধ্যে সাইকেল চালাতে গিয়ে ব্যালেন্স হারিয়ে বিদ্যুতের খুঁটি ধরতে চান। সেই সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার। কালিকাপুরেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রাম গোপাল পণ্ডিত। রাস্তায় ঝুলঝিল বিদ্যুতের তার। সাইকেল নিয়ে রাস্তা পারাপার করতে গিয়েই ঘটেছে মারাত্মক বিপদ। পাশাপাশি শহরে আরও খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। সিইএসসিকে কলকাতা শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল।মামলার শুনানিতে রাজ্যের থেকে রিপোর্ট তলব করেছে আদালত। ক্ষতিপূরণ নিয়ে কী ভাবা হচ্ছে, তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ শুধু রাজ্য সরকার নয়, রিপোর্ট তলব করেছে কলকাতা পুরসভা এবং সিইএসসি-র থেকেও। নিকাশি ব্যবস্থা নিয়ে রিপোর্ট দিতে হবে পুরসভাকে এবং দুর্ঘটনা এড়াতে কী পদক্ষেপ – সেই সংক্রান্ত তথ্য জানাতে হবে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে।