সেখ সামসুদ্দিন,
জামালপুরে নবগ্রাম এলাকায় ভোট গণনা পরবর্তী রাজনৈতিক হিংসার ঘটনায় ৩ জনের মৃত্যু ও ১ জন জখম হওয়াকে কেন্দ্র করে গতকাল রাতে জামালপুর থানার পুলিশ মোট ১২ জনকে গ্রেপ্তার করে বর্ধমান আদালতে পেশ করল। ৭ জন পুরুষ যথাক্রমে হারাধন মান্না,
কানাই ক্ষেত্রপাল, দিলীপ সোরেন, প্রদীপ সোরেন,
দিলীপ বাগ, গুদুম কিস্কু
তরুণ ক্ষেত্রপাল ও ৫ জন মহিলা দূর্গা হেমব্রম, টুম্পা ঘোষ, লক্ষী সোরেন, মনি হেমব্রম, সরস্বতী হেমব্রমকে নিয়ে মোট ১২ জনকে গ্রেপ্তারের পাশাপাশি এলাকায় পুলিশ ৱ্যাফ ও কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে ও এলাকায় টহলদারি চলছে। ধৃতরা সকলেই নবগ্রাম এলাকার বাসিন্দা বলে জানা গেছে পুলিশ সূত্রে। এই ঘটনায় গোটা এলাকায় থমথমে নিস্তব্ধতা রয়েছে।