জেলাশাসকের বন্যা কবলিত পরিস্থিতি পরিদর্শন ও সহায়তা প্রদান

Spread the love

জেলাশাসকের বন্যা কবলিত পরিস্থিতি পরিদর্শন ও সহায়তা প্রদান

সেখ সামসুদ্দিন, ১ অক্টোবরঃ পূর্ব বর্ধমান জেলায় নতুন জেলাশাসক হিসাবে কার্যভার গ্রহণ করেছেন আই এ এস আয়েশা রানি। যোগদান করেই তিনি বন্যা কবলিত জামালপুরে বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির হন। আজ তিনি প্রথমেই যান জারোগ্রাম অঞ্চলের সাজামানতলায়। বন্যায় এই অঞ্চল বেশ ক্ষতিগ্রস্ত হয়। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন প্রসেনজিৎ দাস, সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, বিধায়ক অলক কুমার মাঝি, বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খান, ব্লক কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলাম, প্রধান নূরজাহান বিবি, পঞ্চায়েত সমিতির সদস্য আলাউদ্দিন শেখসহ অন্যান্যরা। আজ সেখানে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধা জানেন। তিনি তাঁদের হাতে ত্রিপল, শুকনো খাবার ও পোশাক যার মধ্যে ছিল শাড়ি, ধুতি, বাচ্চাদের পোশাক, পাজামা পাঞ্জাবী, লুঙ্গি তুলে দেন। জেলা শাসক বলেন তিনি যোগদান করার পর জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্লক জামালপুরের বর্তমান পরিস্থিতি নিজে এসে খতিয়ে দেখলেন। যাঁদের প্রয়োজন তাঁদের ত্রিপল সহ শুকনো খাবার ও পোশাক তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *