জোনাকি আর্ট গ্যালারির চিত্র প্রদর্শনী ও চিত্রকর্মশালা সার্থক

Spread the love

জোনাকি আর্ট গ্যালারির চিত্র প্রদর্শনী ও চিত্রকর্মশালা সার্থক


দীপঙ্কর সমাদ্দার: সোদপুরে পঞ্চানন তলা রোড-এ জোনাকি আর্ট গ্যালারির পরিচালনায় অনুষ্ঠিত হলো “ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল ২০২৩”। গত ৩রা ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত জোনাকি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হলো দারুন দারুন ছবি নিয়ে চিত্র প্রদর্শনী।।আজ শেষ দিনে আর্ট গ্যালারির পাশেই গঙ্গার পাড়ে মনোরম পরিবেশে প্রায় ৬০ জনেরও বেশি প্রখ্যাত শিল্পীদের নিয়ে একটি চিত্রকর্মশালার আয়োজন করেছিল কর্তৃপক্ষ। প্রধান আকর্ষণ ছিল প্রখ্যাত চিত্রশিল্পী শ্রী সমীর আইচ মহাশয়। জোনাকি আর্ট গ্যালারির সম্পাদক কৌশিক সরকার এর তত্ত্বাবধানে অভূতপূর্ব চিত্রকর্মশালা দেখতে এলাকার চিত্র প্রিয় মানুষেরা উপস্থিত হয়েছিলেন। প্রত্যেকটা শিল্পী র আঁকা ছবি ভীষণ দৃষ্টিনন্দন কোন কোন শিল্পীর ছবি ভীষণ প্রতিবাদী বা কোন কোন শিল্পীর ক্যানভাস এ ফুটে উঠেছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও অনুভূতির চিত্রকল্প। চিত্রশিল্পী তাপস মজুমদারের কথায় উঠে এলো বর্তমানে কিছুই ব্যবসায়ীরা চিত্রশিল্পীদের কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ নিয়ে এই ধরনের চিত্র প্রদর্শনী ও চিত্রকর্মশালার আয়োজন করছেন। তাতে চিত্রশিল্পীদের তেমন কোন লাভ না হলেও পরিচালন কর্তাদের পকেটে আসছে প্রচুর টাকা।। তবে কোনো ভালো চিত্রশিল্পীরা পকেটের টাকা খরচ করে এই ধরনের চিত্রকর্মশালা ও চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন না।। কৌশিক বাবু দেখিয়ে দিলেন শিল্পীদের কাছ থেকে অর্থ না নিয়েও এত বড় একটি চিত্রকর্মশালার আয়োজন করা যায় যেখানে শিল্পীদের সরবরাহ করা হয়েছে খুব মজবুত ভালো ক্যানভাস এবং ইচ্ছেমতো এক্রেলিক রং, শিল্পীদের জন্য আয়োজন করা হয়েছিল সকালের টিফিন ও দুপুরের প্রীতিভোজ।। চিত্রকর্মশালায় এদিন শিল্পী সমীরাই আইচ অসাধারণ একটি ছবি আঁকলেন।। উৎসাহ দিলেন কর্মশালার শিল্পীদের। এছাড়াও ৬০ জন চিত্রশিল্পী র ছবি প্রত্যেকটি বিক্রয় যোগ্য এবং সংগ্রহে রাখার মত।। চিত্রশিল্পী বিশ্বনাথ দাস ও কৌশিক মজুমদার জানালেন তারা অনেক জায়গাতেই চিত্র কর্মশালায় অংশগ্রহণ করেছেন কিন্তু এইরকম অর্থ মূল্য না নিয়েও কৌশিক বাবু যা আয়োজন করেছেন তা অভাবনীয়।। প্রখ্যাত শিল্পীদের সাথে সাথে কিছু খুদে অঙ্কন দক্ষতায় অসাধারণ শিশু শিল্পী রাও ছবি আঁকলেন।। শুধু ছবিই নয় মাটি দিয়ে একজন ভাস্কর্য শিল্পী বানালেন অসাধারণ রবীন্দ্রনাথের মূর্তি ।। সকাল থেকে শুরু করে সারাদিনব্যাপী চিত্রশিল্পীরা শুধু ছবি আঁকলেন না গানও গাইলেন মনের আনন্দে মনের কথা একে অপরকে শেয়ার করলেন অনুষ্ঠানের শেষ পর্বে প্রত্যেক চিত্রশিল্পীদের প্রশংসাপত্রে এবং স্মারকে সম্মানিত করলেন কৌশিক সরকার। আগামী দিনে চিত্রকর্মশালার সমস্ত ছবি দিয়ে সাজাবেন জোনাকি আর্ট গ্যালারি। এক কথায় এই ধরনের চিত্রকর্মশালায় ছিল অভিনবত্বের ছোঁয়া।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *