ঝাড়খন্ডে ডাকাতির অভিযোগে বীরভূমের দুই আসামির নামে হুলিয়া জারি
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বীরভূমের লোকপুর থানার পশ্চিম সীমান্তবর্তী ঝাড়খন্ড রাজ্যের বাগডহরী থানার কাপাসতোড় গ্রামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে গত ২০২২ সালে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তি পুলিশের হাতে আটক হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি আরো দুইজনের নাম উঠে আসে। যাদের মধ্যে বীরভূম জেলার লোকপুর থানার বুধপুর গ্রামের সেখ মোতাই এবং দুবরাজপুর থানার ঘাট গোপালপুর গ্রামের কালা খান। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ফেরার রয়েছে। যার প্রেক্ষিতে ঝাড়খন্ড রাজ্যের জামতারা আদালতের সিজিএম এর নির্দেশ অনুসারে অভিযুক্ত দুই ব্যক্তির নামে হুলিয়া জারি করা হয়। এই উপলক্ষে শনিবার বাগডহরী থানার পুলিশ লোকপুর থানা পুলিশের সহায়তায় বুধপুর গ্রামে এবং দুবরাজপুর থানা পুলিশের সহায়তায় ঘাট গোপালপুর গ্রামে উক্ত দুই অভিযুক্তদের বাড়িতে হুলিয়া জারির পোস্টারিং সাঁটানো হয়। অভিযুক্তদের বাড়ির পাশাপাশি বিভিন্ন জনবহুল এলাকায়ও হুলিয়া জারির পোস্টারিং সাঁটানো হয় বলে জানা যায়।