টাটা ক্যাপিটাল তাদের সামাজিক উদ্যোগের মাধ্যমে সারা ভারতের ১ মিলিয়নেরও বেশি মানুষের জীবন সমৃদ্ধ করেছে
মানুষের নিত্য প্রয়োজনকে মাথায় রেখে জল, স্বাস্থ্য ও শিক্ষার মতো ক্ষেত্রগুলিতে বেশি উদ্যোগ নেওয়া হয়েছে
টাটা ক্যাপিটাল, টাটা গ্রুপের ফাইন্যান্স কোম্পানি, ২০২৫ অর্থবর্ষে তাদের সামাজিক কাজের মাধ্যমে সারা ভারতে এক মিলিয়নেরও বেশি মানুষের জীবনে পৌঁছতে পেরেছে। জল, পরিচ্ছন্ন শক্তি, স্বাস্থ্য আর শিক্ষা, এই চারটে ক্ষেত্রেই তারা নজরকাড়া কাজ করেছে।
কোম্পানির বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, শুধু ব্যবসা নয়, মানুষের পাশে থেকে ভারতের স্বপ্নপূরণে দায়িত্বশীল সহযোগী হওয়াই তাদের আসল লক্ষ্য। তাই ব্যবসার পাশাপাশি সামাজিক আর পরিবেশবান্ধব উদ্যোগেও তারা সমান গুরুত্ব দিচ্ছে।
জল সংরক্ষণে ‘জলআধার’ প্রকল্প মহারাষ্ট্র, রাজস্থান আর তামিলনাড়ুর ২০০-রও বেশি গ্রামে চালানো হয়েছে। এতে ২,৫০০ মিলিয়ন লিটার জলসংগ্রহের ব্যবস্থা তৈরি হয়েছে, ৭৯০+ জলাশয় সংস্কার করা হয়েছে, প্রায় ৫.৪ লাখ মানুষের উপকার হয়েছে, গড়ে ৫.৫ মিটার জলস্তর বেড়েছে আর কৃষকের আয় বছরে প্রায় ৩০,০০০ টাকা পর্যন্ত বেড়েছে।
‘গ্রিন সুইচ’ প্রকল্পে সৌরশক্তি পৌঁছেছে ১৯টা গ্রামে, যেখানে ১,২০০+ বাড়িতে বিদ্যুৎ এসেছে আর প্রায় ৭,৫০০ মানুষ আলোর মুখ দেখেছে। এখন পর্যন্ত ৯৯টা গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে আর ২০,০০০-এরও বেশি মানুষ লাভবান হয়েছে। শুধু তাই নয়, স্থানীয় উদ্যোক্তাদের বার্ষিক আয় গড়ে প্রায় ৪০,০০০ টাকা বেড়েছে।
‘আরোগ্যাতারা’ প্রকল্পে প্রায় ৬.১ লাখ মানুষকে চোখের পরীক্ষা করানো হয়েছে আর ৪৪,০০০-এরও বেশি মানুষের দৃষ্টি ফেরানোর অপারেশন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে এতদিনে ১৪০,০০০+ চোখের অপারেশন সম্পন্ন হয়েছে এবং এক মিলিয়নেরও বেশি মানুষের জীবনে নতুন আলো এসেছে।
‘পাঙ্খ’ বৃত্তি কর্মসূচি আবার অনেক ছেলেমেয়ের পড়াশোনায় সাপোর্ট করেছে। ২০২৫ অর্থবর্ষে ১২,০০০+ যুবক-যুবতী মানসম্মত শিক্ষার সুযোগ পেয়েছে। এখন পর্যন্ত মোট ২৫,০০০-এরও বেশি শিক্ষার্থী এর থেকে উপকৃত হয়েছে।