টেন্ডারের দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ
সেখ রাজু,
টেন্ডারের দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ এনে পূর্ব বর্ধমানের ভাতার ব্লক চত্বরে বিক্ষোভ দেখালো ভাতার পঞ্চায়েত সমিতির স্থায়ী কন্টাকটারের একাংশ । তাদের দাবি -‘একদিকে যেমন টেন্ডার না করে ব্লকের চত্বরে আসবাবপত্র ও রং এর কাজ চলছে তেমনি কিছু কর্মাধ্যক্ষের নেতৃত্বে নির্দিষ্ট কাজের টেন্ডার নিজের পছন্দের কন্টাকটারকে দিয়ে টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করিয়ে দেওয়ার পর BOQ বন্ধ করে দেওয়ায় বাকি কন্টাকটাররা ওই টেন্ডারে অংশগ্রহণ করতে পারছে না । রাজনৈতিক প্রভাব খাটিয়ে সঠিক প্রক্রিয়ায় টেন্ডারের কাজ সম্পন্ন না হওয়ায় এলাকার সমূহ উন্নয়নে খামতি পড়ছে ‘। সমগ্র বিষয় নিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্বারকলিপি প্রদান করে কন্টাকটররা । তাদের দাবি ভাতারের বিডিও সঠিক উত্তর তাদের দেয়নি ।
যদিও এই বিষয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জানিয়েছেন সমগ্র বিষয়ে অতিসত্বর পদক্ষেপ নেওয়া হবে ।