টেরাকোটা গ্রামে ভোট প্রচারে তালডাংরা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তারাশঙ্কর রায়
।:–+-+সাধন মন্ডল বাঁকুড়া:–+++পাঁচমুড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মানুষের অধিকার যাত্রা। সেদিন তৃণমূল কংগ্রেসের অধিকার যাত্রায়অংশগ্রহণ করেছিলেনপাঁচমুড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রতিটি বুথের বুথ সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ । এখানে উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটি মিছিল ফুলমতি গ্রামে বাবা শিবের মন্দিরে পুজো দিয়ে ও শিবের মাথায় জল ঢেলে পাঁচমুড়ায় আসে, এই অধিকার যাত্রায় অংশ নেন তালডাংরা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তারাশঙ্কর রায় ওরফে শঙ্কু রায়, পাঁচমুড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অসীম দে সহ তৃণমূল কংগ্রেসের অঞ্চল ও ব্লক নেতৃত্ব ও কর্মীবৃন্দ। মিছিলে দুয়ারে দুয়ারে অধিকার যাত্রার কর্মসূচি প্রচার করা হয় এবং পাঁচমুড়া বাজারে একটি পথসভা হয়। এই পথসভায় বক্তব্য রাখেন তালডাংরা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তারাশঙ্কর রায় এবং পাঁচমুড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম দে । বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত কর্মীবৃন্দ ও দলীয় সমর্থকদের উদ্দেশ্যে একটিই বার্তা দেন ব্লক সভাপতি তারাশঙ্কর রায়। তিনি বলেন আগামী লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। তার জন্য আমাদের প্রাণপণ লড়াই করতে হবে এক ইঞ্চি মাটি ও আমরা ছাড়বো না বিরোধীপক্ষকে। কমপক্ষে ৫০ হাজার ভোটে যাতে লিড দিতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের মা মাটি মানুষের সরকারের মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য ৬৫টি জনমুখী প্রকল্প চালু করেছেন যেখানে শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সমস্ত দায়ভার বহন করছেন আমাদের মা মাটি মানুষের সরকার ,তাই মা মাটি মানুষের সরকারের প্রার্থী অরূপ চক্রবর্তী কে বিপুল ভোটে জয়ী করানোর প্রতিজ্ঞা আমাদের নিতে হবে। পাঁচমুড়া অঞ্চল সভাপতি অসীম দে বলেন এই অঞ্চলে তৃণমূল সরকারের আমলে অনেক উন্নয়ন ঘটেছে। বিগত পাঁচ বছরে আমাদের লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার। তিনি অভিযোগ করে বলেন আমরা আমাদের এলাকায় তার উদ্যোগে উন্নয়ন তো দূরের কথা তার টিকিটিও দেখতে পাইনি তিনি আমাদের এলাকার জন্য কোন প্রকল্প গ্রহণ করেননি বলেও তিনি অভিযোগ করেন। পাঁচমুড়া আজ বিশ্ব বিখ্যাত একটি নাম সারা ভারতবর্ষ জুড়ে যার খ্যাতি ও সুনাম সেই পাঁচ মুড়াকে অবহেলায় রেখে দিলেন। এখানের কুম্ভকার সম্প্রদায়দের উৎপাদিত দ্রব্য দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশে রপ্তানি করার কোন উদ্যোগ নিলেন না। তাই পড়ে পড়ে মার খাচ্ছে এই পাঁচমুড়ার টেরাকোটার মৃৎশিল্প।