ডঃ সন্তু দে, (রেজিস্ট্রার ডক্টর, The Ministry of Health & Family Welfare, Department of Ayush, government of west bengal) নাম নথিভুক্ত হল ‘লন্ডন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড’-এ।
দীপঙ্কর সমাদ্দার:
ডাঃ সন্তু দে , যিনি বিনা অপারেশনে রোগীর হাঁটুর ট্রিটমেন্ট করেন। যেমন, অস্টিও আর্থারাইটিসে হাঁটুর জয়েন্ট স্পেস কমে যায়। সেখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। সেই সাইনোভিয়াল ফ্লুইড একদমই প্রায় শেষ হয়ে যায় এবং তার সঙ্গে কার্টিলেজ ক্ষয় হয়ে গিয়ে হাড়ে হাড়ে ঘষা লাগে। তখন পেসেন্টের হাঁটুর ব্যাথা হয়। তার সঙ্গে পেশেন্ট হাঁটাচলা করতে পারেন না , সিড়ি ভাঙতে পারেন না , সকালে উঠে দাঁড়াতে পারেন না, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন না। সেই হাঁটুর জয়েন্ট স্পেসটাকে ঠিক করেন এবং সঠিকভাবে তার জয়েন্ট স্পেসটা বাড়িয়ে তার ট্রিটমেন্ট করেন এবং যাতে সাইনোভিয়াল ফ্লুইড তৈরি হতে পারে সেজন্য চিকিৎসা করেন এবং তার পাশাপাশি পেশেন্টকে সুস্থ করে তোলেন।