ডিউটির তাড়াতেই কি প্রাণ গেল কলকাতা পুলিশের মহিলা কনস্টেবলের?

Spread the love

নিজস্ব প্রতিনিধি,
শুক্রবার দুপুরে মহানগরে পথ দুর্ঘটনায় মারা গেলেন কলকাতা পুলিশের এক মহিলা কর্মী। পাশাপাশি আরও একজন মহিলা পুলিশ কর্মী গুরতর আহত হয়েছেন এই পথ দুর্ঘটনায়।পথ দুর্ঘটনাটি ঘটেছে কলকাতার শ্যামবাজার মোড় এলাকায়। শুক্রবার কড়েয়া মহিলা থানার কনস্টেবল মমতা বসাক (৩৩) সাথে আরেক মহিলা কনস্টেবল শান্তনা ওরাঙ কে সাথে নিয়ে দুচাকা নিয়ে ডিউটি তে যাচ্ছিলেন বলে প্রকাশ। এই সময় পথ দুর্ঘটনা টি ঘটে। সেখানে ঘটনাস্থলেই মারা যান মমতা বসাক।যার এক পুত্রসন্তান রয়েছে। নওদাপাড়া পুলিশ আবাসনে থাকতেন ইনি।অপরজন শান্তনা ওরাঙ দু হাতে গুরতর চোট পেয়ে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।২০১৩ সালের কলকাতা পুলিশের এই ব্যাচের সহকর্মী কে হারিয়ে বাকরুদ্ধ বাকিরা।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সহকর্মী জানিয়েছেন – ” কড়েয়া মহিলা থানার পুলিশ কর্মীদের সময়মত ডিউটি তে না এলে ফাইন সহ নানা ব্যবস্থা গ্রহণ নেয়।কেউ পাঁচ মিনিট দেরি করলেও রেহাই পেতেন না।তাই ডিউটি তে তাড়াহুড়ো করতে গিয়ে অনেকেই নানান সমস্যায় পড়ে,এটি সম্ভবত তারই পরিণতি “।যদিও পুলিশের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *