সেখ সামসুদ্দিন
কোভিড-১৯ পরিস্থিতিতে ডেঙ্গু যাতে দোসর না হতে পারে তারই উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের মাধ্যমে মশার লার্ভাভুক গাপ্পি মাছ ছাড়া হচ্ছে নালা, নর্দমা সহ বিভিন্ন জলাশয়ে। আজ মেমারি ১ মৎস্য দপ্তর ব্লকের দশটি পঞ্চায়েত এলাকার ভিআরপিদের মাধ্যমে ২৫০০০ এবং মেমারি পুর এলাকায় ৪৫০০০ গাপ্পি মাছ প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মেমারি ১ বিডিও বিপুল কুমার মন্ডল, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, এফএফএ সঙ্গীতা ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।