তথ্য-সচেতনতায় নতুন দিশা — বেঙ্গল মাইনরিটি ফোরামের SIR সভা সন্দেশখালি।

Spread the love

তথ্য-সচেতনতায় নতুন দিশা — বেঙ্গল মাইনরিটি ফোরামের SIR সভা সন্দেশখালি।

বেঙ্গল মাইনরিটি ফোরামের উদ্যোগে উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালি রামপুর চৌমাথায় দেশবন্ধু ক্লাব এর সহযোগিতায় অনুষ্ঠিত হলো এক বিশেষ SIR (Social Information Responsibility) সচেতনতা সভা। সভার মূল উদ্দেশ্য ছিল সমাজে তথ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করা, ভুয়ো খবর রোধে সচেতনতা গড়ে তোলা এবং তরুণ প্রজন্মের মধ্যে দায়িত্বশীল মনোভাব তৈরি করা। সংগঠনের সাধারণ সম্পাদক সিয়ামত আলী বক্তব্যে বলেন, “আজকের তথ্যপ্রযুক্তির যুগে সচেতন নাগরিক হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। তথ্যের অপব্যবহার সমাজে বিভাজন ঘটায়, তাই সঠিক তথ্য প্রচারই আমাদের লক্ষ্য।”

সংগঠনের সভাপতি আইনজীবী শেখ মইনুল হক বলেন, “SIR আন্দোলনের মাধ্যমে আমরা মানুষকে শেখাতে চাই— শেয়ার করার আগে যাচাই করাই প্রকৃত সামাজিক দায়িত্ব।”

সহ-সম্পাদক আবু সিদ্দিক খান তাঁর বক্তব্যে বলেন, “আমাদের প্রত্যেকের উচিত সোশ্যাল মিডিয়ায় দায়িত্বশীল আচরণ করা। কারণ এক টুকরো ভুল তথ্যও সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে।”

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন জেলার দায়িত্বশীল সদস্যরা। সবাই একমত হন যে, তথ্যের জগতে সচেতনতা ছড়িয়ে দেওয়া আজ সময়ের দাবি।
শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সত্য তথ্যই সমাজের শক্তি, সেই শক্তি রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।”
সহ-সম্পাদক শেখ ফিরোজ উদ্দিন বলেন বেঙ্গল মাইনরিটি ফোরামের এই উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী। বর্তমান তথ্যযুগে দায়িত্বশীল নাগরিক তৈরি করতে এমন সচেতনতা সভা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। উপস্থিত ছিলেন শিক্ষক জাকির হোসেন মোল্লা, মাওলানা আকবর আলী, কারী বাহারুল ইসলাম, ফজলুল হক,বিশিষ্ট চিকিৎসক ডাঃ নাজিমুদ্দিন মোল্লা, রামপুর দেশবন্ধু ক্লাবের সভাপতি আলমগীর সরদার, সম্পাদক শরিফুল ইসলাম মোল্লা, ক্রিড়া সম্পাদক আব্দুল খালেক খান, সহ সভাপতি নাজিমুদ্দিন হালদার, জিল্লুর রহমান,
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা ওমর ফারুক,গাবাটি সিনিয়র মাদ্রাসার শিক্ষক বাপী আকুঞ্জি।
উপস্থিত ছিলেন, ব্লক সহ সভাপতি রবশের মোল্লা, স্থানীয় প্রধান হাজী সিদ্দিক মোল্লা প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *