তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেল এর উদ্যোগে রামরাজাতলা উদ্বাস্তু কলোনিতে ২১শে জুলাই প্রস্তুতি সভা

Spread the love

তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেল এর উদ্যোগে রামরাজাতলা উদ্বাস্তু কলোনিতে ২১শে জুলাই প্রস্তুতি সভা

সমীর দাস হাওড়া :–আর মাত্র কয়েকটা দিন, বাংলা জুড়ে শহিদ দিবসের প্রস্তুতি জোরকদমে।২১-এর সমাবেশ সফল করতে রাজ্যের প্রত্যেক জেলা থেকেই আসছেন বিপুল সংখ্যক কর্মী-সমর্থকেরা। হাওড়া সদর তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেল এর উদ্যোগে রামরাজাতলা উদ্বাস্তু কলোনিতে একুশেজুলাই প্রস্তুতি সভার আয়োজন করে। একুশে জুলাইয়ের (21st july) তাৎপর্য ব্যাখ্যা করলেন একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। একইসঙ্গে এই শহিদ স্মরণকে সামনে রেখে কীভাবে আরও সংঘবদ্ধ ও শক্তিশালী হবে দল সে-কথাও তুলে ধরেন । উক্ত পথসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের হাওড়া জেলা সভাপতি ধ্রুবজ্যোতি সেন, তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের রাজ্য সম্পাদক সমীর দাস, হাওড়া সদর সভাপতি সৈকত দাস দক্ষিণ হাওড়ার ব্লক সভাপতি শিবপ্রসাদ দে, বিশিষ্ট সমাজসেবী সোমা মন্ডল, কৌশিক চট্টোপাধ্যায়, সহ-সভাপতি সুমঙ্গল হাজরা, সাহেব কুরেশি সহ তৃণমূল কংগ্রেসে একাধিক নেতৃত্ববৃন্দ। একুশে জুলাই শহীদ মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দিকনির্দেশ করে সেই দিকে তাকিয়ে রয়েছে লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *