তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে নিয়ে পথসভা

Spread the love

তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে নিয়ে পথসভা

সেখ সামসুদ্দিন, ৪ মেঃ পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বনামধন্য চিকিৎসক ডাঃ শর্মিলা সরকারের উপস্থিতিতে মেমারি বামুনপাড়া মোড়ে বিকেল ৫.৩০টায় পথসভা ও বিশিষ্ট জনকে স়বর্ধনা প্রদান করা হয়। প্রার্থীর সমর্থনে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি স্বপন ঘোষাল সহ সভাপতি আশিষ ঘোষ দস্তিদার, জেলা যুব নেতা ফারুক আবদুল্লাহ, জেলা ছাত্র নেতা মুকেশ শর্মা, মেমারি পৌরসভার দুই কাউন্সিলর পদ্ম ক্ষেত্রপাল ও রঞ্জিত বাগ সহ সকল শাখা সংগঠনের নেতৃত্ব। পথসভায় বিজেপি সহ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গর্জন করেন নেতৃত্ব এবং একই সঙ্গে ১৩ মে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকারকে সকাল সকাল ৪ নম্বর বোতাম টিপে ভোট দেওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *