তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে কৃতী ছাত্রছাত্রী সংবর্ধনা

Spread the love

তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে কৃতী ছাত্রছাত্রী সংবর্ধনা

সেখ সামসুদ্দিন, ২৭ জুলাইঃ মেমারি ১ ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ২০২৪ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের সেরা কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অতনু নায়েক, রাজ্য কমিটির সদস্য অমিত ঘোষ, জেলা কনভেনার সুকান্ত ঘোষ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা সংস্কৃতি কর্মাধ্যক্ষ দেবাশীষ চ্যাটার্জী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, বন ও ভূমিকম্প কর্মাধ্যক্ষ মহঃ মহসিন, কৃষি কর্মাধ্যক্ষ সমীরণ মজুমদার, খাদ্য কর্মাধ্যক্ষ গীতা দাস, মেমারি ১ ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিক সহ সংগঠনের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ছাত্র-ছাত্রী ও অভিভাবক অভিভাবিকাবৃন্দ। ব্লকের ২২টি মাধ্যমিক স্কুল ও ১৫ টি উচ্চমাধ্যমিক স্কুলের সেরা কৃতি ছাত্র-ছাত্রীদের আজকে সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথিবর্গের বক্তব্যে ছাত্র-ছাত্রীদের মানুষ হওয়ার পাশাপাশি বাবা-মা সহ নিজের গ্রাম, শহর বা দেশকে মনে রাখার কথা স্মরণ করানো হয়। ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী বলেন কৃতি ছাত্র-ছাত্রীদের বেশিরভাগই লক্ষ্য থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক সহ বিভিন্ন পদমর্যাদার স্বপ্ন, কিন্তু রাজনীতিক হওয়ার স্বপ্ন কেউ দেখে না। কেননা রাজনীতিকরা নাকি খারাপ কিন্তু মানুষের বিপদে বা দুঃসময়ে পাশে থাকে এই রাজনীতিকরায় বলে সকলকে অবগত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *