তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে রোগীদের ফল মিষ্টি প্রদান
সেখ সামসুদ্দিন, ১ জানুয়ারিঃ মেমারি ১ ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বামুনপাড়া মোড়ে কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশিষ রায়। পরে শিক্ষক সমিতির ক্যালেন্ডার বিতরণ করা হয় উপস্থিত সকলের মধ্যে। এরপর মেমারি হাসপাতালে ভর্তি থাকা ৬২ জন রোগীর হাতে ফল মিষ্টি প্রদান করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মহঃ সাজাহান, মেমারি ১ শহর সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন, মেমারি ১ ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিক সহ সংগঠনের অন্যান্য শিক্ষক সদস্যবৃন্দ।