তেঁতুলবেড়িয়া রহমানিয়া শিশু মাদ্রাসায় ১৫ই আগস্ট, ২০২৫ তারিখে ৭৯তম স্বাধীনতা দিবস পালন
নদিয়া জেলার নাকাশিপাড়া ব্লকের তেঁতুলবেড়িয়া গ্রামের তেঁতুলবেড়িয়া রহমানিয়া শিশু মাদ্রাসায় ১৫ই আগস্ট, ২০২৫ তারিখে ৭৯তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। সকালে মাদ্রাসার পরিচালন কমিটির সভাপতি ডাঃ তোফাজ্জল হোসেন জাতীয় পতাকা উত্তোলন করেন এবং উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসীরা একসাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। শিশুদের দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সকলের হৃদয় স্পর্শ করে।
অনুষ্ঠানে মাদ্রাসার সম্পাদক ফিরদাউস মন্ডল ও আব্দুর রশিদ বিশ্বাস স্বাধীনতা সংগ্রামীদের অবদান স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে দেশপ্রেম, ঐক্য ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। শিশুদের আবৃত্তি দেশপ্রেমে ভরপুর পরিবেশ সৃষ্টি করে। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষে উপস্থিতদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। দিনটি শুধু আনন্দেই নয়, বরং দেশপ্রেম ও অনুপ্রেরণার আবহে ভরপুর হয়ে ওঠে। রহমানিয়া শিশু মাদ্রাসার এ অনুষ্ঠান শিক্ষার্থীদের হৃদয়ে স্বাধীনতার চেতনাকে আরও শক্তিশালী করে তোলে।