দক্ষিণ কলকাতায় ফ্যাশন মেলা

Spread the love

শুভ ঘোষ

পূজোর এক্সিবিশন সামনেই দুর্গাপুজো উপলক্ষে ঢাকের কাঠি বাঁধতে চলেছে তাই দক্ষিণ কলকাতার মানদেভিলা পার্কে একটা ফ্যাশন মেলার আয়োজন করা হয়।১০ইথেকে১১ই সেপ্টেম্বর ২০২৩ কোলকাতা বালিগঞ্জ মানদেভিলা গাডেন্স এই দুইদিন ব্যাপী হস্তশিল্প মেলার আয়োজন করা হয়।মহিলাদের শাড়ি,জামা, কাপড়,হার,কানের দুল, মিষ্টি,চকলেট,কেকের মোট 45 টি দোকান দেওয়া হয়।আসন্ন পুজো উপলক্ষে দুদিন যাবত এই মেলার আয়োজন হলেন শ্রেয়া চক্রবর্তী মন্তব্য অনুযায়ী জানা যায় স্বনির্ভর মহিলারা হ্যান্ডলুম নিয়ে হাজির হয়ে সবার মন ইতিমধ্যেই কেড়ে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *