দশম বর্ষ জঙ্গলমহল উৎসব শুরু হল সিমলাপাল মদন মোহন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে

Spread the love

দশম বর্ষ জঙ্গলমহল উৎসব শুরু হল সিমলাপাল মদন মোহন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে

। সাধন মন্ডল বাঁকুড়া:—–
সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আজ থেকে দশম বর্ষ জঙ্গলমহল উৎসব শুরু হল। বাঁকুড়ার জঙ্গলমহল উৎসবটি সিমলাপাল ব্লকের সিমলাপাল মদনমোহন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল। অনুষ্ঠান শুরুর আগে উপস্থিত অতিথিদের আদিবাসী নৃত্যের মাধ্যমে বরণ করে মূল মঞ্চে নিয়ে আসা হয়। মঞ্চে অতিথিদের বরণপর্বের পর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ।সাথে ছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তী, বাঁকুড়া জেলাশাসক সিহাদ এন, তালডাংরা বিধানসভার বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু ,রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, অধ্যাপক শ্যামল সাঁতরা খাতড়া মহকুমা শাসক ডাঃ শুভম মৌর্য্য আদিবাসী উন্নয়ন দপ্তরের আধিকারিকবৃন্দ বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব সহ অন্যান্যরা। স্বাগত ভাষণে জেলা শাসক বলেন জঙ্গলমহল উৎসব হলো একটা সকলের সাথে মেলবন্ধনের অনুষ্ঠান। এই উৎসব চলবে আগামীকাল পর্যন্ত। সাংসদ অরূপ চক্রবর্তী বলেন পশ্চিমবঙ্গ সরকারের মানব দরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই জঙ্গলমহল উৎসব আগে ঝংকার মহল ছিল একটি ভয়ের পরিবেশে এখন সেখানে কোন ভয় নেই শুধুই ভরসা ও আনন্দ। আমাদের জনদরদী, মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে দশ বছর আগে এই মেলার সূচনা করেন এই মেলাতে আদিবাসী সংস্কৃতি তুলে ধরা হয় এবং আদিবাসী সমাজের গুণীজনদের সম্মান জানানো হয়। মেলা প্রাঙ্গণে বিভিন্ন দপ্তরের স্টল দেওয়া হয়েছে। যেখানে বিভিন্ন হস্তশিল্পের সম্ভার রয়েছে যেখান থেকে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় গৃহস্থালির জিনিসপত্র কিনতে পারবেন। রাইপুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুরমু বলেন জঙ্গলমহল এলাকার রায়পুর ,সারেঙ্গা ,রানীবাঁধ, তালডাংরা ,খাতড়া প্রভৃতি জায়গায় এই জঙ্গলমহল উৎসব বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। পারলাম না বিধানসভার বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু বলেন দশম বর্ষের জঙ্গলমহল উৎসব সিমলাপাল মদনমোহন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে আজ তাক সূচনা হলো আগামীকাল পর্যন্ত এই উৎসব চলবে। উৎসবে আদিবাসী সংস্কৃতি তুলে ধরাই মূল লক্ষ্য। জঙ্গলমহল এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকটি নৃত্য দল আজ হাজির হয়েছেন। ধামসা মাদলের তালে তালে আদিবাসী নৃত্য দলের সাথে নৃত্যে পা মেলালেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান অলকা সেন মজুমদার। ধামসা ও মাদলে বোল তুললেন সাংসদ অরূপ চক্রবর্তী, বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, ফাল্গুনী সিংহ বাবু ,সহকারী সভাধিপতি পরিতোষ কিসকু , শ্যামল সাঁতরা। আজকের অনুষ্ঠান মঞ্চে বেশ কিছু উপভোক্তাকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয় তাদের তার মধ্যে উল্লেখযোগ্য হল সাইকেল প্রদান, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু, কৃষক পেনশন,মুরগি বাচ্চা, বিধবা ভাতা, ধামসা মাদল ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *