দাঁইহাটে রাখি বন্ধন উৎসবে ভ্রাতৃত্বের বার্তা

Spread the love

দাঁইহাটে রাখি বন্ধন উৎসবে ভ্রাতৃত্বের বার্তা

পুলকেশ ভট্টাচার্য্য, দাঁইহাট, পূর্ব বর্ধমান – গত শনিবার দাঁইহাট সুভাষ রোডে অনুষ্ঠিত হয় রাখি বন্ধন উৎসব। পূর্ব বর্ধমান জেলা ক্যারাটে সংস্থা ইন্টারন্যাশনাল বুডোকাই কান ক্যারাটে এবং দাঁইহাট হিন্দু মিলন মন্দিরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্টজন, সংস্থার সদস্য এবং বহু সাধারণ মানুষ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একে অপরের হাতে রাখি বেঁধে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেন। শিশু থেকে প্রবীণ—সব বয়সের মানুষকে উচ্ছ্বাসের সঙ্গে অংশ নিতে দেখা যায়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, “আজকের এই অনুষ্ঠান শুধু প্রতীকী বন্ধন নয়, বরং সমাজে সৌহার্দ্য ও সহযোগিতার চেতনা জাগিয়ে তোলাই এর উদ্দেশ্য।”

রাখি বন্ধন উৎসবকে ঘিরে দাঁইহাট এলাকায় তৈরি হয়েছিল উৎসবমুখর পরিবেশ। উপস্থিতদের অনেকের মতে, এ ধরনের অনুষ্ঠান সমাজকে আরও ঘনিষ্ঠ করে তোলে এবং ভেদাভেদ ভুলিয়ে এক সুতোয় বাঁধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *