দামোদরের উপকূলীয় তারকেশ্বরে ইয়াসে সর্তকতা

Spread the love

সুভাষ মজুমদার,

ইয়াস ঘূর্নিঝড়ের আগাম সতর্কবার্তায় মাইকিং করা হচ্ছে তারকেশ্বরের দামোদর নদের বাঁধ সংলগ্ন এলাকায়। বাঁধের ধারে বসবাসকারী মানুষদের স্থানীয় পাঁকা স্কুলে সরিয়ে নিয়ে যাবার ও কাজ শুরু হয়েছে স্থানীয় পঞ্চায়েতের উদ‍্যোগে। সেই সাথে আগামীকালের মধ‍্যে বাঁধ এলাকার সমস্ত মানুষ যাতে রিলিপ ক‍্যাম্পে আশ্রয় নেয় তার জন‍্য অনুরোধ জানানো হচ্ছে মাইকিং করে ।। কোভিড বিধি মেনে স‍্যানিটাইজ করা হচ্ছে রিলিফ ক‍্যাম্পগুলো।।।

‌ তারকেশ্বরের দামোদর নদের ধারে চাঁপাডাঙ্গা পঞ্চায়েতের অধীনে প্রায় ১৫০ টি পরিবারের প্রায় ৬০০ এর বেশী মানুষ বসবাস করে। বন‍্যা কিংবা ঝড়ে র মতো প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্ৰস্ত হয় প্রায় প্রত‍্যকটি পরিবার। গতবারের ঝড়েও অনেক বাড়ি ক্ষতিগ্ৰস্থ হয়েছিল। তাই এবারে ঝড়ের আগেই সমস্ত মানুষগুলোকে যাতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া যায় তার জন‍্য নদীবাঁধ এলাকায় চলছে মাইকিং । স্থানীয় প্রশাষনের তরফে চাঁপাডাঙ্গা জগদ্ধাত্রীতলা প্রাথমিক স্কুল , চাঁপাডাঙ্গা মির্দেপাড়া প্রাইমারি স্কুল, চাঁপাডাঙ্গা বিজয় কৃষ্ণ উচ্চ বালিকা বিদ‍্যালয়, বিনোগ্ৰাম গৌরাঙ্গ প্রাথমিক স্কুল, সাহাচক প্রাথমিক স্কুল সহ কয়েক স্কুল গুলীতে এই সমস্থ পরিবার গুলোকে রাখার ব‍্যবস্থা করা হচ্ছে। কোভিড বিধি মেনে স্কুল চত্বরে চলছে স‍্যানিটাইজ করার কাজ।। ইতিমধ‍্যে ১-২ দুটি পরিবার তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে শুরু করেছে চাঁপাডাঙ্গা জগদ্ধাত্রীতলা প্রাথমিক স্কুলে।।। এটা ছাড়াও তারকেশ্বরের সন্তোষপুর , তালপুর ,কেশবচক্ পঞ্চায়েতের বাঁধ সংলগ্ন এলাকা গুলোতেও চলছে সতর্ক করার কাজ।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *