দাসনগরে তৃতীয় আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কাটোয়ার ১৮ জন প্রতিযোগীর সাফল্য
পুলকেশ ভট্টাচার্য্য, কাটোয়া – এক অভূতপূর্ব ও সুন্দর অনুষ্ঠানের সাক্ষী থাকলো পশ্চিমবঙ্গ তথা হাওড়ার ক্রীড়াপ্রেমী মানুষ। তৃতীয় আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় হাওড়ার দাসনগর আলামোহন দাস ইন্ডোর স্টেডিয়ামে। ভারতীয় ক্রীড়াবিদদের পাশাপাশি স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের বহু ছাত্র-ছাত্রী একত্রে তাদের অংশগ্রহণ করেন।
ওয়ার্ল্ড সোতোকান ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়া ও স্পোর্টসিউডেমি ফাউন্ডেশন-এর যৌথ প্রচেষ্টায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভারতীয় কোচ ও আয়োজক সুবীর বাগচী, শ্রীলঙ্কার টিমের বিভিন্ন সদস্য, স্কটিশ ওয়ার্ল্ড ক্যারাটে আলিয়েন্সের প্রধান স্টিফেন সামারস-এর টেকনিক্যাল সহযোগিতা এবং স্পোর্টসিউডেমি ফাউন্ডেশনের সভাপতি শ্রীমতি রমা চ্যাটার্জি, সম্পাদক শ্রীমতি স্বাগতা মণ্ডল ও হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তীর উপস্থিতি এই অনুষ্ঠানকে আরও বর্ণময় করে তোলে।
কাটোয়া থেকে মোট ১৮ জন প্রতিযোগী এদিন অংশগ্রহণ করেন। ফলাফল অনুযায়ী –
কাতা বিভাগে: প্রথম স্থান ৮ জন, দ্বিতীয় স্থান ৭ জন, তৃতীয় স্থান ৩ জন।
কুমিতে বিভাগে: প্রথম স্থান ২ জন, দ্বিতীয় স্থান ৫ জন, তৃতীয় স্থান ৮ জন।
এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য – কাটোয়ার সাত্ত্বিক দে (বয়স ১৯) কাতা বিভাগে প্রথম স্থান এবং কুমিতে বিভাগেও প্রথম স্থান অর্জন করেছে। একইসাথে, পরিনিতি দত্ত সাওন (বয়স ৬) কাতা বিভাগে প্রথম স্থান ও কুমিতে বিভাগেও প্রথম স্থান লাভ করেছে।
এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় কাটোয়ার অংশগ্রহণ ক্রীড়া মানচিত্রে নতুন মাত্রা যোগ করেছে।