কাজল মিত্র,
:-দিল্লী থেকে আসানসোলে ফিরলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়৷ সোমবার সকাল ৭:১৫ নাগাদ রাজধানী থেকে আসানসোল স্টেশনে অবতরণ করেন৷তবে এদিন প্রিয় সাংসদকে দেখতে আসানসোল স্টেশনে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ে ৷ সামাজিক দূরত্ব বিধি ও স্বাস্থ্য সচেতনতার কোনো লক্ষণ দেখা যায়নি ৷ এই বিষয়ে রেলের সুরক্ষা কর্মীদের সাথেও কর্মী সমর্থকদের বচসা হতে দেখা যায় ৷ বিষয়টি নিয়ে সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মানুষ তাকে ভালোবাসে ৷ এই ভিড় হওয়ারই ছিল৷ করোনা পরিস্থিতিতে তাই তিনি নিজের সংসদিয় এলাকায় আসতে চাননি ৷ তবে এই বিষয়ে প্রশাসনকে আরো সতর্ক হতে হোতো ৷ অন্যদিকে ব্যারাকপুরে বিজেপি কর্মী খুনের বিষয়ে তিনি বলেন, রাজ্যে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি হয়েছে ৷ মানুষ এই বিষয়ে সজাগ আছে ৷ আগামী নির্বাচনেই এর জবাব দেবে সাধারণে৷এদিন আসানসোল স্টেশন থেকে সোজা একটি বেসরকারি হোটেলে ওঠেন। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন ৷